• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ায় আইসোলেশনে সিমন্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২০, ২০:৩২
Simmons in isolation after attending the funeral
ফিল সিমন্স

ক্যারিবীয়দের যুক্তরাজ্য সফর নিয়ে আতংক কম নেই। করোনাভাইরাসের ভয় ঠেলে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়ে থাকতে হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টিনে।

এরপর আনুষ্ঠানিক অনুশীলনে নেমেছে ১৪ সদস্যের ক্যারিবীয় টেস্ট দল। গত কদিন ধরে দলবলে অনুশীলনও করছে তবে বিপত্তি দলের হেডকোচ ফিল সিমন্সকে নিয়ে।

একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে সিমন্স এখন আইসোলেশনে আছেন। তাই দলের দায়িত্ব সামলাতে হচ্ছে সহকারী কোচ রডি ইস্টউইক ও রায়ন গ্রিফিথকে।

সিমন্স জানিয়েছেন তিনি হোটেলের বারান্দা থেকেই অনুশীলন ম্যাচের দিকনির্দেশনা দেবেন। আগামীকাল সোমবার থেকে ক্যারিবীয়রা নামবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে।

এনিয়ে দলের পেসার আলজারি জোসেফ জানিয়েছেন, সিমন্স না থাকায় খুব যে সমস্যা হচ্ছে তা না। আমরা সামলে নিব কটা দিন অন্য কোচরা তো আছেনই।

সিমন্স হোটেল বন্দী হলেও খুব দ্রুতই তার কোভিড টেস্ট করানো হবে। তাতে যদি ফলাফল নেগেটিভ আসে সেক্ষেত্রে বৃহস্পতিবারে যোগ দিতে পারবেন দলের সঙ্গে।

আগামী ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দর্শক শূন্য জীবাণু মুক্ত মাঠে শুরু হবে এই ঐতিহাসিক ম্যাচ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh