• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আবারও শীর্ষ স্থান রিয়ালের দখলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুন ২০২০, ০৯:০২
Once again the top spot is occupied by Real
ছবি-সংগৃহীত

চলতি মৌসুমে আগের দেখায় হারতে হয়েছিল মায়োর্কার বিপক্ষে। যদিও এবার আর ভুল হয়নি রিয়াল মাদ্রিদের। লা লিগার ম্যাচে ০-২ গোলে জয় ঠিকই তুলে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

গেল বছরের অক্টোবরে ০-১ গোলে হেরেছিল রিয়াল। বিষয়টি মাথায় রেখেই বুধবার খেলতে নামা। পাশাপাশি লিগ টেবিলে আবার শীর্ষে ওঠার চিন্তা ছিল লস ব্লাঙ্কোসদের।

আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে এদিন একটি করে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও সার্জিও রামোস।

ম্যাচের ১৯তম মিনিটে লুকা মদ্রিচের বাড়ানো বলে গোল তুলে নেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল উপহার দেন রিয়াল অধিনায়ক রামোস।

এই জয়ে ৩১ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে মাদ্রিদের দলটি। স্প্যানিশ লিগে সমান সংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্টও এক। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
X
Fresh