itel
logo
  • ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৫৫ জন, আক্রান্ত ২৭৩৮ জন, সুস্থ হয়েছেন ১৪০৯ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২২ জুন ২০২০, ২১:৩৬ | আপডেট : ২৩ জুন ২০২০, ০০:০২
Mashrafe has returned home from CMH
মাশরাফি বিন মোর্ত্তজা
গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি বিন মোর্ত্তজা। এরপর থেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। গত তিন দিনে বেশ উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থার।

তবে আজ সোমবার বিকেল ৫টার দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যেতে হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সেখানে এক্সরে করে মিরপুরের বাসায় ফিরেছেন তিনি। এক্সরের রিপোর্ট রাতে পাওয়া যাবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হলে ফলো-আপ চেকআপের জন্য বুকের একটি এক্সরের নির্দেশনা দেন চিকিৎসকরা। এই এক্সরে করাতেই হাসাপাতালে গিয়েছিলেন তিনি।

মাশরাফি বিন মোর্ত্তজা আজ দুপুরে নিশ্চিত করেন তিনি ভালো আছেন। এনিয়ে ফেসবুকে লেখেন, আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।'

বর্তমানে মাশরাফির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে জ্বর, মাথা ব্যথা নেই। অ্যাজমার পুরনো সমস্যা থাকলেও সেটা বাড়েনি, বুকে ব্যথা নেই তার।

এমআর/

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬২৪১৭ ৭২৬২৫ ২০৫২
বিশ্ব ১১৩৮২৯৫৪ ৬৪৪০২০৭ ৫৩৩৪৭৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়