• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিজ ক্যাম্পাসের ক্ষুদে দোকানিদের পাশে মুশফিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুন ২০২০, ১৩:৩৫
mushfiqur rahim
ছবি-ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)

করোনাভাইরাসের থাবা পড়েছে ক্রিকেটেও। সাবেক ওপেনার নাফিস ইকবাল আক্রান্ত হয়েছেন। পরের দিন সংবাদ আসে মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল হোসেন অপুও রক্ষা পাননি করোনার হাত থেকে। ক্রিকেটাররা যখন আক্রান্ত তবু থেমে নেই তৎপরতা। মহামারির প্রভাবে বিপদে পড়া মানুষের পাশে রয়েছেন মুশফিকুর রহিম।

মাঠের পাশাপাশি শিক্ষার আলোয় আলোকিত মুশফিক এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্ষুদে দোকানিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন।

রোববার জাতীয় দলের এই তারকার অর্থায়নে নিজ বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন দোকানদার এই উপহার পেয়েছেন। জাবি’র একটি স্বেচ্ছাসেবী দল মুশফিকের উপহার পৌঁছে দেয়ার কাজ সম্পন্ন করেছে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এটিএম আতিকুর রহমান ও সাবেক শিক্ষার্থী ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল।