• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালে নেয়া হতে পারে মাশরাফিকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুন ২০২০, ১২:৫৬
mashrafee
ছবি-সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে।

সোমবার দুপুরে মাশরাফির পরিবারের ঘনিষ্ট সূত্র আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, আগে থেকেই অ্যাজমার সমস্যা রয়েছে ১৯ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে খেলা এই পেসারের। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না তার পরিবার। তাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চেকআপ করাতে নেয়া হতে পারে তাকে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিসৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ মাশরাফির নিয়মিত খোঁজ নিচ্ছেন।

গেল শনিবার ফেসবুকের মাধ্যমে করোনা পজিটিভ হওয়ার সংবাদটি নিজেই জানান মাশরাফি। দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি।

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে টাইগারদের ইতিহাসের সফলতম অধিনায়ককে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
করোনায় আরও একজনের মৃত্যু
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh