• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সৌরভের ঘরে করোনার হানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০২০, ১৫:২৪
Corona's attack on Sourav's house
সৌরভ গাঙ্গুলী

ভারতজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান এখন চার নম্বরে! এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় চার লাখ আর মারা গেছে প্রায় ১৩ হাজার।

এমন অবস্থায় করোনা হানা দিলো দেশটির সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর ঘরে।

সৌরভ গাঙ্গুলী এমনিতেই রয়েছেন চাপে। কর না দিতে পারায় আইসিসি চাপ দিয়ে যাচ্ছে। সঙ্গে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসর মাঠে গড়ানো নিয়ে।

সেসবের সঙ্গে যুক্ত হলো বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর স্ত্রী মম গাঙ্গুলীর করোনা পজিটিভ। শুধু ভাইয়ের স্ত্রী নন, আক্রান্ত হয়েছেন স্নেহাশিসের শ্বশুর, শাশুড়িও।

তবে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও আইসোলেশনে আছেন স্নেহাশিস। এনিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে রাজ্য স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে, গত কদিন ধরে করোনার উপসর্গ দেখা দিলে পরিবারের কয়েকজনের টেস্ট করানো হয়। এতে তারা পজিটিভ হন। এরপর তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রাজ্য স্বাস্থ্য সংস্থা থেকে আরও জানানো হয়েছে, আগামী শনিবার আবারও করোনা পরীক্ষা করা হবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে বাড়ি ফেরার অনুমতি নিয়ে।

আরও পড়ুন:

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ময়দান’-এ মুগ্ধ হয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh