• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বেঁচে নেই রাঁমচাদ গোয়ালা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুন ২০২০, ১২:৫২
Ramchad Gowala is not alive
রাঁমচাদ গোয়ালা

করোনার এই দুঃসময়ে আরেকটি দুঃসংবাদ শুনতে হলো দেশের ক্রিকেটকে। দেশের ক্রিকেটের প্রথম লেগ স্পিনার রাঁমচাদ গোয়ালা আর নেই ত্যাগ করেছেন পৃথিবীর মায়া। ৮১ বছর ময়মনসিংহের ব্রামেনপালিতে নিজ গৃহে ত্যাগ করে শেষ নিঃশ্বাস।

তিনি এক দশক ধরে খেলেছেন ঘরোয়া লিগে। ১৯৬২ সালে ভিক্টোরিয়ার হয়ে ঢাকা লিগে অভিষেক হবার পর আশি থেকে নব্বই দশকের মাঝামাঝি সময়ে টানা ১৫ মৌসুম খেলেছেন আবাহনীর লিমিটেডের হয়ে।

দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায়ও ম্যাচ খেলতে গিয়েছিলেন রাঁমচাদ। ১৯৮৩ সালে বাংলাদেশের হয়ে পশ্চিমবঙ্গের বিপক্ষে আনঅফিসিয়াল ম্যাচও খেলেছেন তিনি।

দেশের ক্রিকেটের ইতিহাসে তিনিই সর্বোচ্চ ৫৩ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাবার ইতিহাস গড়েন। এরপর যুক্ত হন কোচিং পেশায়। বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন তার ছাত্র। তবে বার্ধক্যজনিত কারণে শেষ সময়টা কাটিয়েছেন ক্রিকেট থেকে অনেক দূরে।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা রাঁমচাদ গোয়ালার পাশে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। গত বছর চিকিৎসার জন্য বিসিবির তহবিল থেকে দেয়া হয় ১০ লাখ টাকাও।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের সংবর্ধনা
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম
X
Fresh