• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নতুন আঙ্গিকে মিনি চ্যাম্পিয়নস লিগ আগস্টে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০২০, ২১:৫৬
Mini Champions League in new form in August
ছবি- সংগৃহীত

করোনাভাইরাস বদলে দিয়েছে পরিস্থিতি। গোটা বিশ্ব যেখানে থেমে আছে সেখানে ক্রীড়াঙ্গন তো একটা অংশ মাত্র। তবে ধীরে ধীরে সচল হতে শুরু হয়েছে থমকে থাকা ক্রীড়াঙ্গনও।

বেশ কয়েকটি ফুটবল লিগ শুরু হয়ে গেছে। শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগও। আগামী আগস্টে নতুন আঙ্গিকে মিনি চ্যাম্পিয়নস লিগ আয়োজন করতে যাচ্ছে উয়েফা।

আগস্টে পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হবে আট দলের চ্যাম্পিয়নস লিগ। একই শহরে অনুষ্ঠিত হবে সব দলের সব ম্যাচ।

তবে যদি নতুন আসর ভাবেন সেটা ভুল হবে। গত মার্চে স্থগিত হয়ে যাওয়া আসর শেষ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শেষ ষোলোর চারটি ম্যাচ এখনও বাকি।

ফিরতি লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ অগাস্ট। মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ-চেলসি, জুভেন্তাস-অলিম্পিক লিওঁ ও বার্সেলোনা-নাপোলি। তবে এরিমধ্যে মধ্যে শেষ আট নিশ্চিত করেছে পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা ও লাইপজিগ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
ফের শীর্ষে আর্সেনাল
দারুণ জয়ে টেবিলের শীর্ষে লিভারপুল
X
Fresh