• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা পরীক্ষার পর ক্যাম্প শুরু হবে জামালদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০২০, ১৮:১৩
The game is still closed due to the effects of coronavirus
ছবি-সংগৃহীত

করোনাভাইরাসের প্রভাবে এখনও খেলা বন্ধ রয়েছে। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের মিশন শুরু হতে যাচ্ছে বাংলাদেশের। এরই মধ্যে কোচ জেমি ডে’র সঙ্গেও চুক্তি বাড়িয়ে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনা পরবর্তী ফুটবলে ফিরতে আগস্টের প্রথম সপ্তাহ থেকে আবাসিক ক্যাম্প শুরু হবে। তার আগে জাতীয় দলে ডাক পেতে যাওয়া সবাইকে করোনা পরীক্ষা করানো হবে।

বুধবার বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এসব তথ্য দিয়েছেন।

এদিন ন্যাশনাল টিম কমিটির সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কাজী নাবিল।

ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল জানান, ৪৪ জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে ডাকা হবে। সবারকে কোভিড-নাইনটির পরীক্ষা করানো হবে। এর পর পারফরম্যান্সের ভিত্তিতে দল গোছানো শুরু হবে। এ সময়ে সবাইকে আইসোলেশনেও থাকতে হবে। আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে হবে মূল ক্যাম্প।

অনলাইন ব্রিফিংয়ে বাফুফের সহ-সভাপতি বলেছেন, ‘কমপক্ষে ৬ সপ্তাহ আগে ক্যাম্প করতে হলে আগস্টের ২০ কিংবা ২২ তারিখে তা শুরু করতে হবে। শুরু করার আগে সব খেলোয়াড়দের ধাপে ধাপে কোভিড-নাইনটিন পরীক্ষা করতে হবে। পরীক্ষা হবে কোচিং স্টাফদেরও। এরপর আইসোলেশনে থাকতে হবে। বিদেশি কোচিং স্টাফরা দেশে ফিরলে তাদেরও আইসোলোশনে থাকতে হবে। দেখতে হবে সবাই করোনা মুক্ত কিনা। এর পর আগস্টের শুরুতে প্রাথমিক ক্যাম্প শুরু হবে।’

দিনের পর দিন করোনা তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। লাল-সবুজদের আবাসিক ক্যাম্প কোথায় হবে, সেটি এখনও অস্পষ্ট। ঢাকা বা ঢাকার বাইরে কয়েকটি ভেন্যু ভাবনায় রয়েছে ফুটবল ফেডারেশনের।

কাজী নাবিল বলেন, ‘বর্তমানে কয়েকটি জায়গা আমাদের চিন্তা-ভাবনায় আছে। ঢাকা ও এর আশেপাশে ক্যাম্প করা যেতে পারে। সেক্ষেত্রে হোটেল সুবিধাও দেখতে হবে। সব মিলিয়ে আমাদের ৮ সপ্তাহ আবাসিক ক্যাম্পের কথা চিন্তা করতে হবে।’

কোচ জেমি ডের ইচ্ছা প্রকাশ করেছেন বিদেশে যেন ক্যাম্প হয়। তবে বাফুফের এই কর্তা জানালেন আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হবে।

‘বিদেশে ক্যাম্প হবে কিনা, তা সেই সময়ের অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। যদিও আমাদের কোচ বিদেশে যাওয়ার জন্য সুপারিশ করেছেন। কিন্তু এই পরিস্থিতিতে অন্য দেশ আমাদের গ্রহণ করবে কিনা। আমরাও যেতে পারবো কিনা। আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ও আছে- এসব কিছু বিবেচনা করেই দেশের বাইরে ক্যাম্প হবে কি না- সে সিদ্ধান্ত নেয়া হবে।’ যোগ করেন কাজী নাবিল।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, বিশ্বকাপ বাছাইয়ে ৮ অক্টোবর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। ১৩ অক্টোবর কাতার মাঠে খেলতে হবে জেমি ডে’র শিষ্যদের। ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমান বাংলাদেশের প্রতিপক্ষ। দুটি ম্যাচই বসবে ঘরের মাঠে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
করোনায় আরও একজনের মৃত্যু
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
X
Fresh