• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মুশফিকের দশা বেরিস্ট্রোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০২০, ১৫:২৬
Mushfiqur's stage is barrister
ছবি- সংগৃহীত

টাইগারদের টেস্ট দলে মুশফিকুর রহিম এখন শুধুই ব্যাটসম্যান। দীর্ঘদিন ধরে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসলেও এখন মনে করা হচ্ছে মুশফিককে শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেয়া উচিৎ।

মুশফিকও তাই করছেন। তাতে খারাপও করছেন না বরং ভালোই করছেন দেশের সেরা ব্যাটসম্যান খ্যাতি পাওয়া মুশফিকুর রহিম।

ঠিক একই ব্যপার ঘটছে ইংল্যান্ড দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেরিস্ট্রোর সঙ্গে। উইকেট রক্ষক জনি এখন দলের অনিয়মিত হলেও অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে জনি দলের অন্যতম সদস্য।

উইকেটের পেছনে নির্বাচকদের কাছে জস বাটলার আর বেন ফোকসকে পছন্দ তাদের। তবে বেরিস্ট্রো টেস্ট দলে ফিরতে চান উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবেই।

‘উইকেট-রক্ষকের ভূমিকায় ফিরতে আমি সব কিছু করেছি গত কয়েক মাস ধরে। আমার মনে হচ্ছে আগের থেকে ভালো হচ্ছে। আমার দায়িত্ব নিয়ে অনেকে অনেক কথা বললেও পরিসংখ্যান বলে আমি ঠিক পথেই আছি। তাই আমার এমন চাওয়ায় কোনো ভুল নেই’

বেরিষ্ট্রো তার আট বছরের ক্যারিয়ারে মোট টেস্ট খেলেছেন ৭টি। যা খেলেছেন তার ৪৮ ম্যাচে দায়িত্ব পালন করেন উইকেট-রক্ষকের। তবে উইকেট-রক্ষক হিসেবে খেলা সবশেষ ৭ টেস্টে তার ব্যাটিং গড় ১৮.৫৫! আর এটাই বোধহয় নির্বাচকদের ভাবনার বিষয়।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh