• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় সম্মুখসারির বীরদের স্যালুট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০২০, ১৩:১৬
Former and current cricketers of Bangladesh national team have expressed their gratitude.
ছবি-সংগৃহীত

করোনাভাইরাস মোকাবেলায় যারা প্রথম কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

‘বাঁচার লড়াই’ শীর্ষক এক সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ও কৃষকদের ধন্যবাদ জানানো হয়েছে ক্রিকেটারদের পক্ষ থেকে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, ফারুক আহমেদ, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন। সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক ভাষ্যকার আতাহার আলী খান, কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক রয়েছেন এই কার্যক্রমে। টাইগারদের হয়ে খেলা বর্তমান দলের মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস ও মোহাম্মদ মিঠুন করোনা বিরোধী লড়াইয়ে অকুতোভয় সৈনিকদের স্যালুট জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আমাদের যেসব ফ্রন্ট লাইন যোদ্ধা কাজ করছেন, আমরা যেন ক্রিকেট সমর্থকদের মতো তাদের পাশে দাঁড়াই, তাদের সমর্থন জানাই।’