• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১১ বছর পর আবারও ইংলিশ লিগে রোনালদো?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুন ২০২০, ১৬:৫৬
cristiano ronaldo, juventu to chelsea
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিচ্ছেন। ইউরোপের ফুটবলে জোর গুঞ্জন শুরু হয়েছে।

এরই মধ্যে চেলসি নিশ্চিত করছে আয়াক্স থেকে হাকিম জিয়িচ ও আরবি লেইপজিগ থেকে টিমো ওয়ার্নার যোগ দিচ্ছে দলে।

তবে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিবিরের সবচেয়ে বড় চমকটা নাকি এখনও বাকি রয়েছে বলে জানিয়েছে মার্কা।

স্প্যানিশ গণমাধ্যমটির মতে, জুভেন্টাস থেকে পর্তুগীজ মহাতারকাকে ব্লুজদের করে নিতে ১২০ মিলিয়ন ইউরো মূল্য নির্ধারণ করা হয়েছে।

২০১৮/১৯ মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন ইউরোতে ইতালির দলটিতে যোগ দেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী। ২০০৩ সাল থেকে ছয় বছর ইংলিশ লিগ মাতিয়েছেন রোনালদো। ২০০৯ সালে পাড়ি জমান স্পেনের রাজধানীতে। গুঞ্জন সত্যি হলে ১১ বছর পর আবারও প্রিমিয়ার লিগে দেখা যাবে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

চলতি মৌসুমে ডার্বি কাউন্টি থেকে দলটির কোচ হিসেবে যোগ দেন ইংলিশ কিংবদন্তি ল্যাম্পার্ড। চেলসির হয়ে প্রায় সাড়ে চারশ’ ম্যাচ খেলা এই মিডফিল্ডার এবার দলের চেহারাই পাল্টে ফেলতে চাইছেন।

এদিকে বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে নেপোলির মুখোমুখি হচ্ছে রোনালদোর বর্তমান দল জুভেন্টাস।

গেল শুক্রবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নেমেছিল সাদা-কালো শিবির। দীর্ঘ বিরতির পর ফিরে পেনাল্টি মিস করেন সিআর সেভেন। গোল শূন্য ড্র হয় ম্যাচটি। যদিও আগের লেগে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত করে তুরিনের দলটি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেলসির জালে আর্সেনালের গোল উৎসব
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
দুর্বল শেফিল্ডের কাছে পয়েন্ট হারালো চেলসি
X
Fresh