• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়েছেন ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুন ২০২০, ১২:১৯
ms dhoni &  sushant
ধোনির মেয়ে জিবার সঙ্গে সুশান্ত

মহেন্দ্র সিং ধোনির না বলা গল্পগুলো সিনেমার মাধ্যমে তুলে ধরেছিলেন সুশান্ত সিং রাজপুত। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বিশ্বকাপ জয়ী অধিনায়কের চরিত্রটি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন বলিউডের এই অভিনেতা।

ধোনি ট্রেডমার্ক হেলিকপ্টার শট থেকে হাঁটাচলা, বাচন ভঙ্গি, খাবার সব কিছুই বড় পর্দার মাধ্যমে ক্রীড়াপ্রেমীদের কাছে নিয়ে এসেছিলেন সুশান্ত।

বলিউডের ধোনি খ্যাত সুশান্তের চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে। এমন অকালে পরলোকে পাড়ি জমানোর সংবাদ শুনে স্তম্ভিত হয়ে পড়েছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।

ধোনির ম্যানেজার ও এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র প্রযোজক অরুণ পান্ডে এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘যা হয়েছে তা বিশ্বাস করার মতো নয়। মাহিও অত্যন্ত ভেঙে পড়েছেন। এটা খুবই কষ্টের।’

সুশান্ত-ধোনির সঙ্গে অরুন

ধোনির চরিত্র ধারণ করতে অনেক কষ্ট করেছিলেন সুশান্ত। শুধু ব্যক্তি ধোনি নয় ক্রিকেটার ধোনির ব্যাটিং স্টাইল, উইকেটের পেছনের নানা কার্যক্রম সবই শিখেছিলেন তিনি।

ভারতের সাবেক উইকেটরক্ষক কিরণ মোরের কাছে টানা নয় মাস অনুশীলন করেছেন এই অভিনেতা। প্রতিদিন ধোনি হিসেবে নিজেকে মানিয়ে নিতে তিন ঘণ্টা ব্যয় করতেন সুশান্ত। এমনকি সবকিছু ঠিক মতো করতে রাঁচিতে ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের কাছেও অনুশীলন করেছিলেন।

ধোনির ম্যানেজার জানান, মাহির সঙ্গে টানা ১৫ দিন সময় কাটিয়েছিল সুশান্ত। এসময় তার পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ হয়ে যান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনির মেয়ে জিবার সঙ্গেও খুনসুটি করতে দেখা যায় এই অভিনেতাকে।

ধোনির বায়োপিক ২০১৬ সালে মুক্তি পায় । বলিউডের ইতিহাসে অন্যতম হিট সিনেমার তালিকায় উঠে আসে।

সুশান্তের মৃত্যুতে শোকাহত বলিউড থেকে ক্রিকেটমহল। শোকাহত ধোনির পরিবার ও বন্ধুরাও।

রোববার মুম্বাইয়ের বান্দ্রার বাসভবন থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। তবে মৃত্যুর কারণটি এখনও অস্পষ্ট।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানা গেল আইপিএল শুরুর দিনক্ষণ
X
Fresh