• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোচ জিদানের ২০০তম ম্যাচ স্মরণীয় করে রাখলো রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুন ২০২০, ১১:১৪
zidane & Sergio Ramos
ছবি-সংগৃহীত

করোনা পরবর্তী ফুটবলে প্রথমবারের মতো মাঠে নেমেই বাজিমাত রিয়াল মাদ্রিদের। লা লিগার ম্যাচে এইবারের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে কোচ হিসেবে নিজের ২০০তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন জিনেদিন জিদান।

রোববার রাতে স্প‌্যানিশ লিগের এই ম্যাচে রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন টনি ক্রুজ, সার্জিও রামোস ও মার্সেলো। অন্যদিকে এইবারের হয়ে একমাত্র গোলটি করেন পেড্রো বিগাস।

জিদানের আগে মাদ্রিদের ডাগআউটে দুইশ’র বেশি ম্যাচে দায়িত্ব পালন করেছেন দুইজন। ৬০৫ ম্যাচে রিয়ালের দায়িত্বে ছিলেন মিগুয়েল মুনোজ। এছাড়া ২৪৬ ম্যাচে ভিসেন্তে ডেল বস্কের অধীনে খেলেছে মাদ্রিদের দলটি।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে সংস্করণের কাজ চলছে। তাই অনুশীলনের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে খেলতে নেমেছিল জিদানের দল। প্রথমবারের মতো এই মাঠে অফিসিয়াল কোনও ম্যাচে খেলতে নেমেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সার্জিও রামোসরা।

এই জয়ে ২৮ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh