• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৯৭ দিন পর নামছেন মেসি, খেলবেন ৯০ মিনিট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০২০, ১২:৪৬
লিওনেল মেসি

ফুটবল ফিরছে চিরচেনা রূপে। বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এরই মধ্যে মাঠে নেমেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি খেলতে নামবেন শনিবার রাতে। রিয়াল মালরোকার বিপক্ষে লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

করোনাভাইরাস মহামারিতে গেল তিন মাস বন্ধ ছিল খেলা। সব শেষ ৭ মার্চ মাঠে নেমেছিল বার্সেলোনা। লা লিগার ম্যাচে প্রতিপক্ষ রিয়াল সোসিওদাদের বিপক্ষে মেসির পেনাল্টিতে ০-১ গোলে জয় নিয়ে মাঠ ত্যাগ করে কিকে সেতিয়েনের শিষ্যরা।

স্প্যানিশ লিগ স্থগিত হওয়ার আগে শীর্ষে স্থানে উঠে আসে কাতালানরা। এই পর্যন্ত ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

করোনা পরবর্তী অনুশীলনে চোট পেতে হয়েছিল বার্সার সবচেয়ে বড় তারকা মেসিকে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ জানিয়েছেন চোট কাটিয়ে সম্পূর্ণ সুস্থ রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।