• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জুভেন্টাসকে বিদায় জানাচ্ছেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০২০, ১৭:৫৩
ronaldo
দীর্ঘ বিরতির পর মাঠে নামার আগে পুরোদমে অনুশীলন করছেন রোনালদো

শুক্রবার রাতে দীর্ঘ তিন মাস পর মাঠে নামতে চলেছে জুভেন্টাস। তার আগেই খবর এলো, আগামী মৌসুমে নতুন দলে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগীজ মহাতারকা চলতি মৌসুম শেষ হলেই জুভিদের বিদায় জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রেডিও রোসসোওনেরার বরাতে গোল জানাচ্ছে, নতুন মৌসুমে দল পরিবর্তন করবেন রোনালদো। যদিও কোন দলের হয়ে খেলবেন সেই বিষয়ে কিছু জানায়নি ইতালিয়ান গণমাধ্যমটি।

২০১৮ বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান দলটিতে যোগ দেন সিআর সেভেন। ১০০ মিলিয়ন ইউরোতে সবাইকে অবাক করে পারি জমান তুরিনে।

এই পর্যন্ত সাদা-কালো জার্সিতে ৭৫ ম্যাচে অংশ নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। জুভেন্টাসের জার্সিতে ৫৩টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী।

এদিকে কোপা ইতালিয়ার সেমিফাইনালে খেলতে নামবে সিরি আ’র চ্যাম্পিয়নরা। নিজেদের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে প্রতিপক্ষ এসি মিলান। ফুটবল স্থগিত হওয়ার আগে প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছিল প্রথম লেগ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
X
Fresh