• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কোয়ারেন্টিন সেন্টারের জন্য প্রস্তুত হচ্ছে বেশকিছু স্টেডিয়াম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুন ২০২০, ২১:৫৭
কোয়ারেন্টিন সেন্টারের জন্য বরাদ্ধ বেশকিছু স্টেডিয়াম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

অভ্যন্তরীণ ফ্লাইট শুরু হয়েছে, খুব দ্রুতই চালু হবে আন্তর্জাতিক ফ্লাইটও। তখন বিদেশ থেকে আগতদের রাখতে হবে কোয়ারেন্টিনে। তাই দরকার হবে অনেক জায়গার।

তাই বেশ কিছু ক্রীড়া স্থাপনা নজরে রেখেছে সরকারও। তাই দেশের বেশ কয়েকটি ইনডোর, আউটডোর স্টেডিয়ামকে কোয়ারেন্টিন সেন্টারের আওতায় আনার ব্যপারে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ।

‘মিরপুর ইনডোর স্টেডিয়াম, ক্রীড়া-পল্লী মিরপুর ১, ২ এই তিনটি স্থাপনা বাংলাদেশ সেনাবাহিনী পরিদর্শন করেছেন। ঢাকায় যে শুটিং ক্লাব আছে সেখানে অনেকগুলো রুম আছে আবাসিক ক্যাম্প করার জন্য সেগুলো তারা (সেনাবাহিনী) দেখে গেছে।’

শুধু ঢাকাতেই নয় চট্টগ্রামসহ কয়েকটি বিভাগের ক্রীড়া স্থাপনা পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এনিয়ে জাহিদ আহসান রাসেল জানান, চট্টগ্রাম বিকেএসপি, চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স, চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী মহিলা কমপ্লেক্স এই স্থাপনাগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।

এর আগে মিরপুরের হোম অব ক্রিকেট শের ই বাংলা স্টেডিয়ামকে প্রস্তুত রাখা হয় কোয়ারেন্টিন সেন্টারের জন্য। এছাড়াও চট্টগ্রামের যহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকেও প্রস্তুত রাখা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh