• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনার পর ইংলিশ লিগের নতুন প্রতিপক্ষ ‘জঙ্গি হামলা’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০২০, ১৭:২২
premier league terrorist alert
ছবি-সংগৃহীত

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বের নানা প্রান্তে শুরু হচ্ছে ফুটবল। পিছিয়ে নেই ইংলিশ প্রিমিয়ার লিগও। প্রায় তিনমাস বন্ধ থাকার পর আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডের মাঠে বল গড়াবে। করোনা মোকাবেলার মাঝেই নতুন প্রতিপক্ষ হিসেবে জঙ্গি হামলাকে শনাক্ত করেছে লিগ কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের প্রভাবে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো ফাকা গ্যালারিতে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে লিগ শুরু হতেই আক্রমণ চালাতে পারে জঙ্গিরা। তাই ক্লাবগুলোকে সতর্ক করে দিয়েছে ইপিএল কর্তৃপক্ষ।

ডেইলি মেইল জানাচ্ছে, করোনার দাপট শুরু হওয়ার পর লকডাউন দিয়ে দেয়া হয়। দীর্ঘদিন ধরে নিরাপত্তার বিষয়টিতে নজর দিতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মহামারী শুরুর আগে প্রতিটি ম্যাচের নিয়মিত নিরাপত্তা টহল দেয়া হতো। সব ধরনের পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যদিও করোনার কারণে সবই বন্ধ হয়ে যায়।