• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইংল্যান্ড পৌঁছেছে ক্যারিবীয় টেস্ট দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০২০, ১৬:২৫
The Caribbean Test team has reached England
ম্যানচেস্টারে পৌঁছেছে উইন্ডিজ টেস্ট দল

করোনাভাইরাসের কালো মেঘ ঠেলে যেন এক ঝলক আলোর রশ্মি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল। সব ভয় পেছনে ফেলে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডের ম্যানচেস্টারে পৌঁছেছে জেসন হোল্ডাররা।

আগামী ৮ জুলাই থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই তিনটি ম্যাচ। এত আগে যাবারও কারণ আছে ক্যারিবীয়দের। আজ থেকে আগামী ১৪ দিন গোটা দলকে থাকতে হবে কোয়ারেন্টিনে। এরপর আইসিসির দেয়া স্বাস্থ্যবিধি মেনে নামতে হবে অনুশীলনে।

এই সফরের জন্য ১৪ সদস্যের দলের সঙ্গে অতিরিক্ত ১১ সদস্যেরও একটি দল রেখেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। কেন না, সফরে কেউ করোনায় আক্রান্ত হলে যাতে দ্রুত বদলি করা যায়।

২ ভেন্যুতে তিন সপ্তাহ ব্যাপী চলবে এই সিরিজ। প্রথম টেস্ট ৮ জুলাই থেকে অনুষ্ঠিত হবে এজেস বোল স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ওল্ড ট্রাফোর্ডে ১৬ জুলাই থেকে আর তৃতীয় ও শেষ টেস্টও হবে ওল্ড ট্রাফোর্ডেই।

১৪ সদস্যের দল: জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, ক্রুমা বোনার, ক্রেইগ ব্রেথওয়েট, সামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাকিম কর্নওয়াল, শেন ডরউইচ (উইকেট রক্ষক), চিমার হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, রেয়মন রেফার ও কিমার রোচ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করতে ঢাকায় আইসিসির পর্যবেক্ষক দল 
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
X
Fresh