• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

পূর্ণ শক্তি নিয়েই ফিরছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুন ২০২০, ১৮:৫৪
Barcelona is returning with full strength
সোমবার অনুশীলন করেছেন মেসি-সুয়ারেজরা

গুঞ্জন ছিল গুরুতর চোট পেয়েছেন লিওনেল মেসি। তাই যোগ দিতে পারেননি অনুশীলনে। বার্সেলোনার প্রত্যাবর্তনের ম্যাচেও দেখা যাবে না তাকে। গুঞ্জন আংশিক সত্য হয়েছে। গেল সপ্তাহে অনুশীলনের সময় দলের মধ্যমণির ডান পায়ে চোট পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন কোচ কিকে সেতিয়েন। তবে জানিয়ে দেয়া হলো, রিয়াল মালরোকার বিরুদ্ধে অধিনায়কে নিয়েই মাঠে নামছে বার্সা।

সোমবার গণমাধ্যমকে কাতালান কোচ বলেন, মেসির মাঠে ফিরতে কোনও অসুবিধা নেই। তার পায়ে চির ধরেছিল। যদিও তা গুরুতর নয়। আমি মনে করি তিনি এখন ঠিক আছেন।

আগামী ১৩ জুন মালরোকার মাঠে খেলতে যাবে মেসি নেতৃত্বাধীন দলটি। চলতি লিগে মোট ১১টি ম্যাচ খেলতে হবে ব্লাউগ্রানাদের।

সেতিয়েন বলেন, আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হবে। দলের সদস্য সংখ্যাও কম। অবশ্যই প্রতিটি ম্যাচেই মেসিকে মাঠে দেখতে চাই।

এদিকে শনিবার একাই অনুশীলন করেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেন তিনি।

এদিকে চলতি বছরের শুরুতেই চোট পেয়ে ছিটকে যান বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। চোট কাটিয়ে পুরোপুরি এখন পুরোপুরি ফিট উরুগুয়ের এই তারকা। ইনজুরি কাটিয়ে উঠেছেন পর্তুগীজ ডিফেন্ডার নেলসন সেমেডোও।

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার শীর্ষে রয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘ তিন মাস পর স্পেনে মাঠে গড়াচ্ছে বল। ধারণা করা হচ্ছে করোনা পরবর্তী ফুটবল বেশ জমজমাট হবে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
‘রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির ম্যাচটি দুর্দান্ত’
ড্রয়ে শেষ রিয়াল-সিটির লড়াই
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
X
Fresh