• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইমরান খানকে অনুসরণ করছেন জুনাইদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ১৫:৪০
ইমরান খানকে অনুসরণ করছেন জুনাইদ
জুনাইদ খান

ইমরান খানকে বিবেচনা করা হয় পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে। গ্রীন আর্মিদের একমাত্র বিশ্বকাপ এসেছে তার অধিনায়কত্বেই। ক্রিকেটের পর রাজনীতির মাঠেও সফল ইমরান। প্রথম ক্রিকেটার হিসেবে বসেছেন প্রধানমন্ত্রীর চেয়ারে। অবসরের পর ইমরানের পথ ধরে এগুতে চান পাকিস্তানের তারকা পেসার জুনায়েদ খান।

দারুণ সম্ভাবনা নিয়ে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন জুনায়েদ। তবে থেকেছেন আসা-যাওয়ার মিছিলে। ব্যার্থতা ভুলে জাতীয় দলে নিয়মিত হওয়াই এখন মূল লক্ষ্য পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট, ৭৬টি ওয়ানডে আর ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই পেসারের।

‘আমার লক্ষ্য জাতীয় দলে জায়গা করে নেওয়া। আমার মনে হয় আরও ৪-৫ বছর ক্রিকেট খেলতে পারব। যদি সেটা না হয় তাহলে আমি রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চাইব। আমার পরিবার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’

জুনায়েদেরর বাবা রাজনীতির সঙ্গে যুক্ত। পরিবার থেকে পাওয়া শিক্ষাই কাজে লাগাতে চান রাজনীতির মাঠে।

জাতীয় দলে জুনায়েদের অভিষেক ২০১১ সালে। সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন ২০১৯ সালের ইংল্যান্ড সফরে। পাকিস্তানে দলে ভালো পেসারের ছড়াছড়ি থাকায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি জুনায়েদের। মূলত দলে মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তিতেই কপাল পুড়েছিল তার।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপ্রিলেই কারামুক্ত হতে পারেন ইমরান খান!
কারাগারে বুশরাকে বিষ দেওয়া হয়েছে, দাবি ইমরান খানের
প্রেমিকাকে নিয়ে ভাড়া ফ্ল্যাটে উঠলেন ইমরান
পাকিস্তান সরকারের স্থায়িত্ব নিয়ে ইমরানের ভবিষ্যদ্বাণী
X
Fresh