• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেনফিকার টিম বাসে হামলায় আহত দুই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুন ২০২০, ১৫:০৩
Benfica's team injured two in the bus attack
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের মহামারী প্রকোপে দীর্ঘ তিন মাসের মতো বন্ধ ছিল পর্তুগিজ ফুটবল লিগ। তবে শঙ্কা কাটিয়ে মাঠে গড়াতে শুরু করেছে লিগটি। কিন্তু শুরু হবার পরই হামলার শিকার হলো দুইবার ইউরোপিয়ান কাপের শিরোপা জয়ী ক্লাব বেনফিকার ফুটবলারদের বহনকারী টিম বাস।

লিগ চালুর পর দলটি প্রথম ম্যাচ খেলে ফেরার পথেই পাথর ছোঁড়া হয় বাসের দিকে লক্ষ্য করে। এমনটাই জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ শেষে বেনফিকার টিম বাস একটি উড়াল সেতুর উপর উঠলে নিচ থেকে টিম বাস লক্ষ্য করে পাথর ছুড়ে। এসময় বাসের জানালা ভেঙে দুই ফুটবলার আহত হয়েছেন।

এমন ঘটনায় পাথর নিক্ষেপকারী অপরাধীর প্রতি নিন্দা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এসময় আহত হওয়া দুই খেলোয়াড় জার্মান মিডফিল্ডার জুলিয়ান ভাইগেল ও সার্বিয়ান উইঙ্গার আন্দ্রিয়া জিভকোভিচকে হাসপাতালে নেয়া হয়। তবে তাদের চোট গুরুতর নয় বলেও জানিয়েছে ক্লাব।

পর্তুগিজ লিগের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত দলটি রয়েছে শীর্ষে। ২৫ ম্যাচে ১৯ জয় নিয়ে তাদের পয়েন্ট ৬০। হেরেছে ৩টিতে আর ড্র করেছে সমান ৩টি ম্যাচে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh