• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ফিক্সিং সন্দেহে তিন লঙ্কান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০২০, ২২:১৭
Three Sri Lankan cricketers on suspicion of fixing
ছবি- সংগৃহীত

গত কয়েকদিন আগে ভারতীয় জুয়াড়ির এক কথায় তোলপাড় পড়ে গিয়েছে ক্রিকেট পাড়ায়। তার মতে প্রতিটি ক্রিকেট ম্যাচই পাতানো। মানে একেকটি ম্যাচ ভিন্ন গল্পে একেকটি সিনেমা।

সম্প্রতি জুয়াড়ির সঙ্গে যোগাযোগ গোপনের অপরাধে তিন বছরে জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের উমর আকমল। নতুন খবর, তিন লঙ্কান ক্রিকেটারকে কড়া নজরদারিতে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী দালাস আলহাপপেরুমা তিন ক্রিকেটারের উপর তদন্তের খবরটি নিশ্চিত করেছেন। তবে সন্দেহের তীর যাদের উপর তাদের নাম তিনি প্রকাশ করেন নি, এমনকি তারা সাবেক কি বর্তমান সেটাও তিনি জানাননি। তার কণ্ঠে ছিল আক্ষেপের সুর।

‘এটা খুবই দুঃখজনক যে খেলাধুলা অনিয়ম এবং ব্যক্তিত্ব সংকটে ভুগছে।‘

ক্রিকেটারদের নাম না জানা গেলেও লঙ্কান ক্রিকেট বোর্ড অবশ্য নিশ্চিত করেছে তিন ক্রিকেটারের কেউই বর্তমান জাতীয় দলের সদস্য নন। অভিযুক্ত ক্রিকেটারদের উপর আইসিসির তদন্তের ব্যাপারটিও নিশ্চিত করেছে বোর্ড।

এদিকে গত সপ্তায় গাড়িতে মাদকসহ ধরা পড়েন পেসার শেহান মাদুসানাকা। পুলিশ তাকে বনিয়ে যায় থানা পর্যন্ত। নিষেধাজ্ঞা এসেছে ক্রিকেট বোর্ড থেকেও। একজন তারকার এমন কর্মকাণ্ড আঘাত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রীকে।

'এটা খুবই দুঃখজনক। তার উপর দেশের অনেক আশা ছিল।'

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসএলে ফিক্সিংয়ের আভাস, সন্দেহের তালিকায় বাংলাদেশি
বরিশালের ফিক্সিংয়ের অভিযোগ প্রত্যাখ্যান করল শোয়েব মালিক
X
Fresh