• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনায় প্রাণ গেল পাকিস্তানি ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০২০, ১৬:০৯
coronavirus Riaz Sheikh Pakistan
ছবি-সংগৃহীত

বিশ্বের নানা প্রান্তে করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত জনজীবন। পাকিস্তানে আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮৮ জনের। এবার দেশটির করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ক্রিকেটার রিয়াজ শেখ।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন ৫১ বছর বয়সী রিয়াজ। সম্প্রতি এই স্পিনারের শরীরে কোভিড-নাইনটিন শনাক্ত হয়েছিল।

রিয়াজের মৃত্যুর বিষয়টি পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক রশিদ লতিফ নিশ্চিত করেছেন।

টুইট পোস্টে শোক প্রকাশ করে জানান, সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার রিয়াজ করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

১৯৮৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট মাতিয়েছেন। এসময় ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২৫টি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন রিয়াজ।

দুই ফরম্যাট মিলিয়ে ১৪৬ উইকেট ও ২ হাজারের বেশি রান করেছেন এই লেগব্রেকারের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন কোচ পেলো পাকিস্তান
শাহিনের হুঙ্কার ‘আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না’   
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
পাঁচ মাস পর নেতৃত্ব ফিরে পেলেন বাবর, যা বললেন আফ্রিদি
X
Fresh