itel
logo
  • ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ২৯ জন, আক্রান্ত ৩২৮৮ জন, সুস্থ হয়েছেন ২৬৭৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বদ্ধ মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০২ জুন ২০২০, ২০:২৩ | আপডেট : ০২ জুন ২০২০, ২২:০৬
বদ্ধ মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড
ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট ফিরছে জুলাইতে। দীর্ঘ বিরতির অবসান ঘটতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। করোনাভাইরাসের কারণে তিন মাসের মতো বন্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট।

জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। সেই সিরিজ স্থগিত হয়েছে। তবে উইন্ডিজ ক্রিকেট বোর্ড অনুমতি দিয়েছে ইংল্যান্ড যাবার। তাই ক্যারিবীয় টেস্ট দলের সদস্যরা শুরু করেছে অনুশীলন।

অপেক্ষায় ছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সবুজ সংকেতের। সেটাও পাওয়া হলো। এবার খেলা মাঠে গড়ানোর পালা।

দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামী হ]জুলাইয়ের ৮ তারিখে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তবে গ্যালারি থাকবে দর্শক শূন্য।

এছাড়াও সিরিজ শুরুর আগে ক্যারিবীয় টেস্ট দলের সদস্যদের থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে।

এনিয়ে ইংলিশ ক্রিকেট বোর্ড ডিরেক্টর স্টিভ এলওয়ার্থি বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য সবাইকে নিরাপদ রাখার। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের সঙ্গে ম্যাচ অফিসিয়ালস, ভেন্যু স্টাফ ও ব্রডকাস্টের লোকজন রয়েছে।

এছাড়াও ম্যাচের আগে সবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও নিশ্চিত করেছেন স্টিব এলওয়ার্থি।

প্রথম টেস্ট ৮ জুলাই থেকে অনুষ্ঠিত হবে এজেস বোল স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ওল্ড ট্রাফোর্ডে ১৬ জুলাই থেকে আর তৃতীয় ও শেষ টেস্টও হবে ওল্ড ট্রাফোর্ডেই।

এমআর/

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৫৯৬৭৯ ৭০৭২১ ১৯৯৭
বিশ্ব ১১৩৮২৯৫৪ ৬৪৪০২০৭ ৫৩৩৪৭৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়