• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বর্ণবৈষম্যের বিপক্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুন ২০২০, ১৬:১৭
Liverpool footballers
ছবি-সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো করোনাভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়ে অনুশীলন শুরু করেছে আগেই। অপেক্ষা মাঠে ফেরার। এরমধ্যেই যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি খুন হওয়া প্রতিবাদ জানালো লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে অনুশীলন চলাকালে হাঁটু গেড়ে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অলরেডরা। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তিকে মাটিতে ফেলে, হাঁটু দিয়ে ঘাড় চেপে ধরেন। বেশকিছুক্ষণ এমন অবস্থায় থেকে বাঁচার জন্য আকুতি জানানো হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত ওই লোকটি মারা যান।

সোমবার অফিসিয়াল টুইটার পেজে ছবি পোস্ট করে লিভাপুলের পক্ষ থেকে বলা হয়, ‘একতাই শক্তি’।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা একই রকম ছবি পোস্ট করেছেন নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হতে চলেছে ইংলিশ লিগ। আগামী ১৭ জুন থেকে শুরু মাঠে গড়াতে চলেছে ম্যাচ।

স্থগিত হওয়ার আগে ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির মোট পয়েন্ট ৫৭।

কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ মেনেই চালু হবে লিগ। মৌসুমের বাকি থাকা ৯২টি ম্যাচ ‘ক্লোজ-ডোর’ অর্থাৎ দর্শকহীন স্টেডিয়ামে খেলানো হবে।

বিবিসি স্পোর্টস, অ্যামাজন প্রাইম ছাড়াও স্কাই স্পোর্টসেও দেখা যাবে জনপ্রিয় এই ফুটবল প্রতিযোগিতা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
জিতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় লিভারপুলের
লুটনকে উড়িয়ে শীর্ষে ম্যান সিটি
আটালান্টার কাছে বিধ্বস্ত লিভারপুল
X
Fresh