• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বর্ণবৈষম্যের বিপক্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুন ২০২০, ১৬:১৭
Liverpool footballers
ছবি-সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো করোনাভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়ে অনুশীলন শুরু করেছে আগেই। অপেক্ষা মাঠে ফেরার। এরমধ্যেই যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি খুন হওয়া প্রতিবাদ জানালো লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে অনুশীলন চলাকালে হাঁটু গেড়ে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অলরেডরা। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তিকে মাটিতে ফেলে, হাঁটু দিয়ে ঘাড় চেপে ধরেন। বেশকিছুক্ষণ এমন অবস্থায় থেকে বাঁচার জন্য আকুতি জানানো হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত ওই লোকটি মারা যান।

সোমবার অফিসিয়াল টুইটার পেজে ছবি পোস্ট করে লিভাপুলের পক্ষ থেকে বলা হয়, ‘একতাই শক্তি’।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা একই রকম ছবি পোস্ট করেছেন নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে।