• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকায় বিসিবির কোচদের মাশরাফির উপহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুন ২০২০, ১৩:০০
mashrafe bin mortaza
ঢাকায় বিসিবির তালিকাভুক্ত কোচদের পাশে দাঁড়াল মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

করোনাভাইরাসের প্রভাবে বিপাকে পড়ে মানুষের পাশে শুরু থেকেই ছিলেন মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি ১৮ বছরের প্রিয় ব্রেসলেট তুলেছেন নিলামে। যা বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়। নিলামে প্রাপ্ত সেই অর্থের একাংশ উপহার হিসেবে দেয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তালিকাভুক্ত ঢাকা মেট্রো ক্রিকেট একাডেমির কোচদের।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আবাহনী লিমিটেডের মাঠে এই অর্থ তুলে দেয়া হয় ক্রিকেট তৈরির কারিগরদের কাছে।

মাশরাফি আগেই জানিয়েছিলেন, মোট অর্থের ২৫ লাখ টাকা ব্যয় হবে নড়াইলবাসীর জন্য। বাকি ১৫ লাখ টাকা ব্যয় হবে মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধাদের কল্যাণে, ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায়, ঢাকা শহরের ক্রিকেট কোচের আর্থিক সহায়তায় ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিনামূল্যে রক্ত দাতাদের সংগঠনের উন্নয়নে।

এদিন মোট ৮২ জন কোচের মধ্যে প্রতিজনকে ৩ হাজার করে নগদ অর্থ উপহার দেয়া হয়।