• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তামিম এখন বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুন ২০২০, ১৫:৪৯
Tamim Iqbal
তামিম ইকবাল || ফাইল ছবি

বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন তামিম ইকবাল।

সোমবার দুপুরে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুকে ভিডিও পোস্ট করে তামিম বলেন, আজ, আমি বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগামের (ডব্লিউএফপি) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছি।

তিনি বলেন, আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপি’র জাতীয় গুডউইল অ্যামবাস্যাডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দারিদ্র্যের হার এখনও প্রকট, বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে।