• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কলকাতা জুড়ে ৫ হাজার গাছ লাগাবে নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০২০, ১৩:০৫
kolkata nigh riders amphan
ছবি-সংগৃহীত

আম্পানের থাবায় বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গেল সপ্তাহে সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষতি হওয়া মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলো বলিউড তারকা শাহরুখ খানের দলটি।

আম্পানের কারণে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের তহবিলে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে কেকেআর।

এক বার্তায় কিং খান লিখেছেন, ‘এমন কঠিন সময় আমরা নিজেদের শক্ত রাখার চেষ্টা করব যাতে আগামী দিনে আবারও একসঙ্গে হেসে উঠতে পারি।’

এই উদ্যোগে যোগ দিয়েছে মীর ফাউন্ডেশন নামের আরেকটি সংস্থাও। যৌথ প্রচেষ্টায় ‘কেকেআর সহায়তা বাহন’ নামক একটি বিশেষ গাড়ির ব্যবস্থা করছে ফ্র্যাঞ্চাইজি দলটি। এই গাড়ির মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়েছে।

জরুরি খাদ্য সামগ্রী পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাড়িটি বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে অসহায় মানুষদের হাতে সাহায্য তুলে দেবে।

নাইট রাইডার্সদের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর জানান, “কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাসিন্দারা কেকেআরকে সাদরে গ্রহণ করেছে। তাদের ভালবাসা এবং নিঃশর্ত সমর্থন আমাদের শক্তি বাড়িয়েছে। তাই এই ক্ষতিগ্রস্থদের কিছুটা ত্রাণ সরবরাহ করার জন্য আমাদের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা।’

আম্পানের ছোবলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও চেষ্টা চালানো হচ্ছে। কলকাতা শহর জুড়ে গাছ লাগানো হবে দলটির পক্ষ থেকে। ঝড়ের আঘাতে হাজারো গাছ পড়ে যায়। তাই ৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে নাইটরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্সি পরিবর্তনের দিনে তীরে এসে তরী ডুবলো বেঙ্গালুরুর, টানা সপ্তম হার
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
চালকবিহীন মেট্রোরেল চালু হলো কলকাতায়
ঈদে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘মির্জা’
X
Fresh