• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অনুশীলনে ফিরেছে উইন্ডিজ টেস্ট দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ মে ২০২০, ১৫:২০
The West Indies Test team is back in practice
ছবি- সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমতে শুরু করেছে ধীরে ধীরে। এবার শুরুর অপেক্ষা সবকিছুর। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সবার আগে সিদ্ধান্ত নেয় প্রতিযোগিতামূলক ক্রিকেট বন্ধ করে দেয়ার।

এবার তারা নেমেছে অনুশীলনে। আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ক্যারিবীয় টেস্ট দল।

বারবাডোজের কিংস্টন ওভালে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিকেল কমিটির অনুমতি সাপেক্ষে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তবে শর্ত হচ্ছে, গোটা দল একসঙ্গে অনুশীলনে নয় দুইভাগে ভাগ হয়ে করতে হবে অনুশীলন।

শুরুর দিকে ইংল্যান্ড সফর নিয়ে উদ্বিগ্ন থাকলেও এখন বেশ আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাহী জনি গ্রেভ।

এক বিবৃতিতে গ্রেভ জানিয়েছেন, টেস্ট দল অনুশীলনে ফিরেছে। আমাদের কাছে যেসব তথ্য আছে তাতে আমরা আশা করছি এই গ্রীষ্মের যেকোনো সময় ইংল্যান্ড সফর করতে পারব আমরা।

জুনের ৪ তারিখ থেকে শুরু হবার কথা ছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজ প্রথম টেস্ট। তবে যুক্তরাজ্যের অবস্থা ক্রমশ ভয়াবহ হয়ে উঠলে জুলাই পর্যন্ত সব ধরণের ক্রিকেট স্থগিত হয়ে যায় দেশটিতে।

ওয়েস্ট ইন্ডিজ অনুশীলন শুরুর আগেই অনুশীলন শুরু করে দিয়েছেন ইংল্যান্ড টেস্ট দল। ইংলিশ ক্রিকেট বোর্ডও বেশ আশাবাদী এই সিরিজ নিয়ে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh