• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনাকালে ঈদের গল্প

কুশল ইয়াসির

  ২৫ মে ২০২০, ২১:৪৮
Bangladeshi women's football
করোনাকালে ঈদ পালন করছেন নারী ফুটবলাররা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের খ্যাতি ছড়িয়েছে বিশ্বজুড়ে। কলসিন্দুর বিদ্যালয়ের ফুটবল দলের সদস্যরা দাপট দেখাচ্ছে বাংলাদেশের বয়স ভিত্তিক জাতীয় দলগুলোতে। এই গ্রামেই জন্ম তহুরা খাতুনের গোল করার ক্ষমতা কতটা তীব্র সেটি বার বার প্রমাণ করেছেন জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে। একইভাবে গ্রামের নাম উজ্জ্বল করেছেন শামসুন্নাহারও। রক্ষণভাগে দুর্দান্ত তার ভূমিকা। করোনার প্রভাবে মাঠে খেলা নেই। তাই পরিবারের সঙ্গে দুজনই ঈদুল ফিতর পালন করছেন।

কেমন কাটলো ঈদ? ফোনের অপর প্রান্ত থেকে জবাব এলো তহুরার।

‘এবারের ঈদ একটু অন্যরকম। তেমন আনন্দ নেই। করোনাভাইরাস নিয়ে একটু আতঙ্ক আছে।’

ঈদে বিশেষ কিছু করা হয়েছে? প্রশ্ন শেষ না হতেই, ‘আমি আর শামসুন্নাহার দুজন মিলে বাড়ির সামনে থাকা খালের পাড়ে গিয়েছিলাম। সেখানে ছিলাম কিছুক্ষণ। নৌকায় চড়েছি। কয়েকটা ছবিও তুলেছি’

বল নিয়ে মাঠে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তবে কোচ গোলাম রব্বানী ছোটন ঠিকই খোঁজ নিচ্ছেন।

তহুরা বলেন, ‘স্যার আমাদের ফোন দিয়ে কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন। ওগুলা ঘরেই করা যায়। তাই বাসায় অনুশীলন করি।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন তিনি।

আনাই মারমা ও আনুচিং মারমা খাগড়াছড়িতে অবস্থান করছেন। সাত ভাইয়াপাড়ায় বেড়ে ওঠা দুই যমজ বোন বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছেন। পার্বত্য জেলার জন্য এনে দিয়েছেন সম্মানও।

দুই মিনিটের ছোট বড় হলেও আনুচিং খেলেন ফরোয়ার্ড হিসেবে। বোন আনাইয়ের পজিশন রাইটব্যাক।

ম্যাচ থেকে দূরে থাকলেও মাঠ তাদের দূরে রাখতে পারে না। বাড়ির পাশে দুইবোন বল নিয়ে ঠিকই করছেন অনুশীলন।

তাদের আশেপাশে করোনার আতঙ্ক তেমন একটা নেই। তবে বৈশ্বিক মহামারি নিয়ে সচেতন তারা। প্রতিবার ঈদে গ্রামে অনেক মুসলিম পরিবারের বাড়িতে ঢু মারলেও এবার তারা কোথাও যাচ্ছেন না।

আনুচিং বলেন, বিকেলে আমরা দুই বোন সময় কাটিয়েছি। সাধারণত ঈদে মুসলিম বন্ধুদের বাড়িতে যাই। কিন্তু এমন অবস্থায় যাওয়া ঠিক হবে না।

করোনার হাত থেকে রক্ষা পেতে টিপসও দিয়েছেন আনুচিং।

‘জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার প্রয়োজন নেই। যদি বের হতে হয় সবাই মাস্ক পরা উচিৎ।’ যোগ করেন আনুচিং।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh