• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির ব্রেসলেট বিক্রির অর্থ ব্যয় হচ্ছে যেসব খাতে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০২০, ১৬:২৯
Mashrafe's bracelet sales are being spent in those sectors
মাশরাফি বিন মোর্ত্তজা

করোনায় বিপর্যস্ত মানুষদের কল্যাণে বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন নিলামে তুলেছেন তাদের পছন্দের স্বারক। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীও যোগ দিয়েছিলেন এক কাতারে।

তবে সব ছাপিয়ে মাশরাফির একটি ‘ব্রেসলেট’ ছাড়িয়ে যায় সবাইকে। রেকর্ড ৪২ লাখ টাকায় বিক্রি হয় তার ১৮ বছরের ব্যবহৃত ব্রেসলেটটি।

আগেই তিনি বলে দিয়েছিলেন, এই ব্রেসলেট থেকে আসা সব অর্থই ব্যয় হবে অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে।

শনিবার তামিম ইকবালের ফেসবুক লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে মাশরাফি বিস্তারিত জানান, কোথায় কীভাবে ব্যয় হবে এই অর্থ।

তিনি জানান, ৪২ লাখের ২৫ লাখ যাবে তার প্রতিষ্ঠিত নড়াইল-এক্সপ্রেস ফাউন্ডেশনে। এরপর ফাউন্ডেশনের সভায় নির্ধারিত হবে কোন খাতে ব্যয় হবে।

‘যে পরিকল্পনা করেছি, ২৫ লাখ খরচ করব নড়াইলে, বাকিটা বাইরে যত জায়গায় দেয়া যায়। যেহেতু নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এসেছে, সেহেতু সেই শ্রদ্ধাটা তাদেরকে করতে হবে। নড়াইলের সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, ফাউন্ডেশনের কর্মী যারা আছেন, কয়েক দফায় সভা করেছেন তারা, নড়াইলের অংশের টাকা কীভাবে খরচ করা যায়।’

আরেকটি অংশ দিয়ে সহায়তা করা হবে সারা দেশে এই পরিস্থিতিতে সংকটে পড়া তৃণমূলের কোচদের।

‘নড়াইলের বাইরের অংশ নিয়ে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যেই যে পরিকল্পনা করেছি, ঢাকা মেট্রোপলিটনের ভেতরে ৮০ জন ক্রিকেট কোচ আছেন, যারা এখন বেকার। কাজ নেই, প্র্যাকটিস করাতে পারছেন না। এটা দ্রুতই দিয়ে দেব। আরও কয়েকটা জায়গা আছে, যেগুলো সামনে আস্তে আস্তে তুলে ধরব।’

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী করোনায় আক্রান্ত তাদের চিকিৎসা ও সহায়তার জন্য ডাকসুর মাধ্যমে দেয়া হবে। যা আগে থেকেই চলমান ছিল।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরীব শিক্ষার্থী যারা করোনাভাইরাস আক্রান্ত, ডাকসুর মাধ্যমে তাদের সহায়তা দিচ্ছি। মুক্তিযোদ্ধা সংসদে দেয়ার পরিকল্পনা করেছি। সেই সঙ্গে ব্লাড ডোনারদের সংগঠনে দিচ্ছি। এরকম জায়গা ঠিক করছি আরও। পুরোটা এখনও চূড়ান্ত হয়নি, চেষ্টা করছি পরিকল্পনা সাজানোর।’

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদীয় স্থায়ী কমিটিতে সাকিব-মাশরাফি
X
Fresh