• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আরও ছয় বছর খেলার ইচ্ছা তামিমের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ১৬:১৬
আরও ছয় বছর খেলার ইচ্ছা তামিমের
তামিম ইকবাল

কিছুদিন আগেই কাঁধে উঠেছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব। তবে আজকের তামিম ইকবাল নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে পরিণত করা পথে পাড়ি দিয়েছেন এক যুগেরও বেশি সময়।

বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার খেলাটা চালিয়ে যেতে চান অন্তত আরও ছয় বছর। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তামিম তার ক্যারিয়ারে মুখোমুখি হয়েছেন অনেক উত্থান, পতনের।

তবে গেলো কয়েক বছর তামিম ছিলেন অপ্রতিরোধ্য। সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজারে সঙ্গে সাক্ষাৎকার পর্বে তামিম জানিয়েছেন, বর্তমান সময়টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

‘আমার মনে হয় আমি ক্যারিয়ারের মাঝামাঝি আছি। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমি আরও ৬ বছর খেলতে পারব।'

গেলো পাঁচ বছর পঞ্চাশের বেশি গড়ে রান করেছেন তামিম, তবে কিছু জায়গায় যে তার এখনও উন্নতি করার বাকি আছে সেটা মানেন তামিম নিজেই। তবে নিজেকে নিয়ে আছে তার সন্তুষ্টিও।

'আমি যদি নিজেকে অন্য তারকাদের মতো পরের ধাপে নিতে পারি, তাহলে ক্যারিয়ার শেষে খুবই খুশি হব। এখন পর্যন্ত যা করেছি ভালোই করেছি। তবে সেরাদের সঙ্গে নিজের নাম রাখতে আমাকে পরের ধাপে যেতে হবে।'

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
X
Fresh