• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিপিএল, বিগ-ব্যাশে খেলতে রায়নার সঙ্গে একমত উথাপ্পা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০২০, ২০:৫৩
বিপিএল, বিগ-ব্যাশে খেলতে রায়নার সঙ্গে একমত উথাপ্পা
রবিন উথাপ্পা

ভারতীয় ক্রিকেটারদের সুযোগ নেই বিগ-ব্যাশ, বিপিএল কিংবা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার। সে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকুক কিংবা না থাকুক। এতে করে নিজেদের আর্থিক অবস্থায়ও ক্ষতির দিক দেখছেন দেশটির ক্রিকেটাররা।

গত কদিন আগে জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ সুরেশ রায়না ইন্সটাগ্রাম লাইভে ইরফান পাঠানের সঙ্গে আড্ডা দিতে গিয়ে দাবি তোলেন, চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের যেন ভারতের বাইরে অন্তত দুটি লিগ খেলার অনুমতি দেয় বিসিসিআই।

‘আশা করি বিসিসিআই চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের দেশের বাইরে খেলার ব্যবস্থা করবে। এর জন্য আইসিসি বা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করে নিতে পারে লাগলে। অনেক খেলোয়াড় আছেন যারা বাইরের লিগ খেলতে পারত এবং অনেক কিছু শিখতে পারত। সেটা যে লিগই হোক না কেন।’

রায়নার সঙ্গে এবার সূর মেলালেন দীর্ঘদিন ধরে জাতিয় দলের বাইরে থাকা রবিন উথাপ্পা। বিবিসি পডকাস্ট ‘দুসরা’য় উথাপ্পা বিসিসিআইকে অনুরোধ করে বলেন, বাইরের লিগগুলো খেলতে আমাদের এবার যেতে দিন।