• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এটা নিয়ে আলোচনার দরকার নেই: সাকিবের বিষয়ে তামিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০২০, ১৭:৩৮
shakib tamim mushfiqur masrafe mahmudullah
ফাইল ছবি

লকডাউনের কারণে মাঠের খেলা স্থগিত। তাই করোনার প্রভাবে থাকা ক্রিকেটপ্রেমীদের বিনোদনের ব্যবস্থার জন্য লাইভ আড্ডার আয়োজন করেন তামিম ইকবাল। শুরুটা হয়েছিল মুশফিকুর রহিমকে দিয়ে। ইনস্টাগ্রামে ক্রিকেট ও মাঠের বাইরের নানা গল্প জানিয়েছিলেন দুই তারকা। এর পর অতিথি হিসেবে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদ। তৃতীয় আড্ডার ঘোষণা দেয়ার সময় আসে মাশরাফি বিন মুর্তজার নাম। ভক্তদের অনুরোধ রেখে ইনস্টাগ্রাম বাদ দিয়ে ফেসবুকের মাধ্যমে লাইভে আসেন সদ্য বিদায়ী ও দায়িত্বপ্রাপ্ত দুই অধিনায়ক।

সবাই ধারণা করছিলেন যেকোনও একদিন যোগ দেবেন সাকিব আল হাসানও। ভক্তরা কমেন্টে বারবার সাকিবকে আনার অনুরোধ জানাচ্ছিলেন।

ধাপে ধাপে তামিমের অতিথি হয়েছেন রুবেল হোসেন, তাসকিন রহমান, নাসির হোসেন, মুমিনুল হক সৌরভ, সৌম্য সরকার, লিটন দাস, তাইজুল ইসলাম। সাবেকদের মধ্যে নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন ছিলেন অতিথি। মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান থেকে খালেদ মাসুদ পাইলটও মেতে উঠেছিলেন লাইভ আড্ডায়।

বিদেশিদের মধ্যে সবার আগে যোগ দেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু প্লেসি, ভারতীয় ওপেনার রোহিত শর্মা, অধিনায়ক বিরাট কোহলি থেকে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম তামিমের আতিথেয়তা গ্রহণ করেন। সব শেষ বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন কেন উইলিয়ামসন।