‘আম্পান’ নিয়ে উদ্বিগ্ন ছিলেন উইলিয়ামসন
প্রকাশ | ২১ মে ২০২০, ১৬:৫১ | আপডেট: ২১ মে ২০২০, ১৭:১৩

নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এমনিতেই ভদ্র। এনিয়ে তাদের সুনাম আছে বিশ্ব ক্রিকেটে। মাঠে মাঠের বাইরে সব ক্ষেত্রেই তারা ভদ্রতার পরিচয় দিয়েছেন সব সময়।
আজও হলো তেমনটাই। দুপুরে তামিমের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় এসেছিলেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। দুই দেশের দুই অধিনায়কের আড্ডার প্রথম অংশটাই ছিল ঘূর্ণিঝড় আম্পান।
এনিয়ে বেশ উদ্বিগ্ন দেখা গেল উইলিয়ামসনকে। তামিমের থেকে খোঁজ খবর নিয়েছেন কেমন ক্ষয়-ক্ষতি হলো। করোনাভাইরাসের মহামারীর ভেতর এমন ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে ওঠাও বেশ সময়ের ব্যপার।
‘করোনার ভেতর বাংলাদেশে আঘাত হানার কথা শুনেছি সাইক্লোন। আশা করছি বাংলাদেশের মানুষ ভালো আছে।’
এসময় তামিম তাকে আশ্বস্ত করেন, বাংলাদেশের খুব বেশি ক্ষতি হয়নি তবে ব্যপক ক্ষতি হয়েছে কলকাতায়। তবে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যে দেশে দিন দিন বাড়ছে এনিয়েও উইলিয়ামসনকে জানান টাইগার অধিনায়ক।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়লেও স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে নিউজিল্যান্ড। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মাত্র ১ হাজার ৫০৩ জন আর মারা গেছেন ২১ জন।
এমআর/