• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চপাণ্ডবের লাইভে থাকছেন না সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০২০, ১৫:৩৫
shakib tamim mushfiqur masrafe mahmudullah
বাংলাদেশের পঞ্চপাণ্ডব

আগামী ২৩ মে শনিবার তামিম ইকবালের শেষ লাইভ অনুষ্ঠান। সেখানে যোগ দিচ্ছেন না সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য দায়িত্ব পাওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নিজেই।

বৃহস্পতিবার দুপুরে নিউজিল্যান্ডের দলপতি কেইন উইলিয়ামসনকে নিজের আড্ডায় অতিথি করেছিলেন তামিম। প্রায় আধাঘণ্টার এই লাইভে দুই তারকা আলাপ করেছেন নানা বিষয় নিয়ে।

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চপাণ্ডব খ্যাত এই ক্রিকেটারদের জন্যই বদলে গেছে বাংলাদেশ ক্রিকেটের চিত্র। দিনের পর দিন তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে দেশের ক্রিকেটের মান পৌঁছেছে বিশ্ব পর্যায়ে।

নিজেদের সাফল্য গাঁথা যাত্রা নিয়ে একযোগে আলোচনা করার ইচ্ছা ছিল তামিমের।

এদিন উইলিয়ামসনের লাইভের শেষ পর্যায়ে তামিম জানান, করোনাকালের এই আড্ডার ইতিটানা হচ্ছে আগামী ২৩ মে শনিবার।
সেদিন তামিমের সঙ্গে সেদিন মাশরাফি, মুশফিক ও মাহমুদুল্লাহ যোগ দিতে পারলেও থাকতে পারছেন না সাকিব।

তামিম বলেন, ‘আমি অনেকেই দেখেছি অনেকেই জিজ্ঞেস করেছেন সাকিব কবে আসবে। আমি সাত-আট দিন, দশ দিন, বারো দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করছিলাম। আমার ইচ্ছা ছিল, লাস্ট এপিসোডটা আমরা পাঁচজন মিলে করবো। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যক্তিগত কারণে তিনি আমাদের সঙ্গে যোগ দিতে পারছেন না।’

এসময় পঞ্চপাণ্ডবের বাকি চারজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশসেরা এই ওপেনার।

তিনি বলেন, ‘এটা নিয়ে বেশি আলোচনা করার কোনও দরকার নেই। তার ব্যক্তিগত কাজ থাকার কারণে যোগ দিতে পারছেন না। আমাদের সবাইকে সম্মান করা উচিৎ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাকি চারজনকে। যারা আমার সঙ্গে যোগ দিতে রাজি হয়েছেন। আমরা পাঁচজন না পারলেও চারজন অবশ্যই করছি। ২৩ তারিখ ঠিক রাত সাড়ে ১০টায় আমার লাস্ট এপিসোড আমরা করবো। আশাকরি আপনারা ইনজয় করবেন।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh