• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেসি থাকতেও আর্জেন্টিনার বিশ্বকাপ না জেতা হতাশার: ইনিয়েস্তা

স্পের্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ১৩:০৯
messi 2014 world cup
২০১৪ বিশ্বাকাপে শিরোপা বঞ্চিত মেসি সেরা খেলোয়াড় নির্বাচিত হন

লিওনেল মেসির মতো সেরাদের সেরা ফুটবলার থাকতেও আর্জেন্টিনার বিশ্বকাপ না জিততে পারাটা হতাশাজনক বলে মনে করেন বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রে ইনিয়েস্তা।

২০১৪ বিশ্বকাপে মেসি ছাড়াও সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়াইন, হ্যাভিয়ের মাশ্চেরানোদের মতো তারকারা ছিলেন। দলে ছিলেন পাবলো জাবালেতা, ফার্নান্দো গাগো, এজেকুয়েল গারায়, এজেকিয়েল লাভেজ্জি, সার্জিও রোমেরো। যারা প্রত্যেকেই নিজেদের ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন।

সম্প্রতি এক সাক্ষাতকারে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী ইনিয়েস্তা বলেন, ‘সেরা ফুটবলার থাকাকালেও আর্জেন্টিনার বিশ্বকাপ না জিততে পারাটা অবাক করার মতো। পুরো দলটিতেই একেকজন ছিলেন সময়ের সেরা। আমার চোখে সেরাদের সেরা খেলোয়াড়ও (মেসি) ছিলেন ওই দলে।’

ছয় বছর আগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল উপহার দেয় মেসি নেতৃত্বাধীন দলটি। যদিও ফাইনালে ১-০ গোলে হারতে হয় আলবিসেলেস্তেদের।