logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

তরুণ পেসারদের জন্য ওয়াসিমের দীক্ষা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২০ মে ২০২০, ০০:৩৬ | আপডেট : ২০ মে ২০২০, ১৪:১০
তরুণ পেসারদের জন্য ওয়াসিমের দীক্ষা
ওয়াসিম আকরাম
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের একজন ওয়াসিম আকরাম। মাঠের ক্রিকেটকে বিদায় বললেও ধারাভাষ্য এবং কোচিংয়ের মাধ্যমে আছেন  ক্রিকেটের সঙ্গেই। এমন ক্রিকেটারের কাছ থেকে ক্রিকেটীয় জ্ঞান দীক্ষা নেয়ার সুযোগ পেলে স্বাভাবিকভাবেই সেটা কেউ হাতছাড়া করতে চাইবে না।

মঙ্গলবার তামিম ইকবালের নিয়মিত ফেসবুক লাইভ আড্ডার বিশেষ অতিথি ছিলেন ওয়াসিম আকরাম। সঙ্গে ছিলেন দেশের তিন সাবেক তারকা ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন ও খালেদ মাসুদ পাইলট। তামিম জানালেন, অতিথি হিসেবে ওয়াসিমের নাম ঘোষণার পরই বাংলাদেশের অনেক তরুণ কোচের ফোন পেয়েছেন তিনি।

তাদের পক্ষ থেকেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের প্রশ্ন ছিল, ষোল বছরের একজন তরুণকে বিশ্বসেরা পেসার হিসেবে গড়ে তুলতে কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন। ওয়াসিমের জবাব, গুরুত্ব দতে হবে দুদিন এবং তিনদিনের ক্রিকেটে।

‘কারও বয়স যদি ষোল হয় তবে তাকে ভালোভাবে নজরদারিতে রাখা প্রয়োজন। কারণ সে মাত্র বেড়ে উঠছে এবং তার ইনজুরির সম্ভাবনা প্রবল। অবশ্যই তার বোলিং করতে হবে, প্রশিক্ষণের প্রয়োজন আছে। তাকে দিয়ে দুইদিন তিনদিনের ক্রিকেট খেলানো যেতে পারে।’

বর্তমান সময়ের তরুণদের টি-টোয়েন্টির প্রতি ঝোঁক ভালো পেসার হবার পথে বড় বাধা বলে মনে করেন ওয়াসিম। তার ভাষ্য, টি-টোয়েন্টি খেলাটা খুব সহজ।

‘এখন টি-টোয়েন্টি আছে যেখানে অর্থ, বিনোদন, খ্যাতি সবই আছে। কিন্তু আমার মনে হয় একজন উঠতি বয়সের ক্রিকেটারের পরিণত হবার জন্য দুদিন বা তিনদিনের ক্রিকেট খেলা উচিত। যদিও বর্তমানের তরুণদের টি-টোয়েন্টির প্রতি ঝোঁক বেশী। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের খুব সহজ ফরম্যাট।’

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়