• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তরুণ পেসারদের জন্য ওয়াসিমের দীক্ষা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০২০, ০০:৩৬
তরুণ পেসারদের জন্য ওয়াসিমের দীক্ষা
ওয়াসিম আকরাম

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের একজন ওয়াসিম আকরাম। মাঠের ক্রিকেটকে বিদায় বললেও ধারাভাষ্য এবং কোচিংয়ের মাধ্যমে আছেন ক্রিকেটের সঙ্গেই। এমন ক্রিকেটারের কাছ থেকে ক্রিকেটীয় জ্ঞান দীক্ষা নেয়ার সুযোগ পেলে স্বাভাবিকভাবেই সেটা কেউ হাতছাড়া করতে চাইবে না।

মঙ্গলবার তামিম ইকবালের নিয়মিত ফেসবুক লাইভ আড্ডার বিশেষ অতিথি ছিলেন ওয়াসিম আকরাম। সঙ্গে ছিলেন দেশের তিন সাবেক তারকা ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন ও খালেদ মাসুদ পাইলট। তামিম জানালেন, অতিথি হিসেবে ওয়াসিমের নাম ঘোষণার পরই বাংলাদেশের অনেক তরুণ কোচের ফোন পেয়েছেন তিনি।

তাদের পক্ষ থেকেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের প্রশ্ন ছিল, ষোল বছরের একজন তরুণকে বিশ্বসেরা পেসার হিসেবে গড়ে তুলতে কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন। ওয়াসিমের জবাব, গুরুত্ব দতে হবে দুদিন এবং তিনদিনের ক্রিকেটে।

‘কারও বয়স যদি ষোল হয় তবে তাকে ভালোভাবে নজরদারিতে রাখা প্রয়োজন। কারণ সে মাত্র বেড়ে উঠছে এবং তার ইনজুরির সম্ভাবনা প্রবল। অবশ্যই তার বোলিং করতে হবে, প্রশিক্ষণের প্রয়োজন আছে। তাকে দিয়ে দুইদিন তিনদিনের ক্রিকেট খেলানো যেতে পারে।’