• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশকে আতিথেয়তা দিতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ মে ২০২০, ১৩:৩৮
mominul-bangladesh-srilanka-test
ফাইল ছবি

করোনা পরবর্তীকালে ভারতের বিপক্ষে ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছে শ্রীলঙ্কা। দ্বীপ রাষ্ট্রটি বাংলাদেশকেও আতিথেয়তা দিতে চায়। জুলাইয়ের শেষ সপ্তাহে তিন টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে টাইগারদের।

ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, তিনটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে সিরিজ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি দুই দেশের বোর্ড।

করোনাভাইরাস বেশ ভালো করেই মোকাবেলা করেছে শ্রীলঙ্কা। আক্রান্তের সংখ্যা হাজারেরও কম। সব মিলিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৯৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪৯ জন। এই পর্যন্ত মারা গেছেন মাত্র ৯ জন।

পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে তাই জুনের শেষদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার আগ্রহ দেখায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যদিও ভারতীয়দের পক্ষ থেকে এখনও কোনও আভাস পাওয়া যায়নি।