• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুশফিক স্ট্যাম্পের পেছন থেকে বললে প্রেরণা পাই: কোহলি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মে ২০২০, ২২:৫৩
mushfiqur rahim virat kohli, tamim iqbal
মুশফিকুর রহিম ও বিরাট কোহলি || ফাইল ছবি

রান তাড়া করতে নেমে সেরাদের সেরা হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন বিরাট কোহলি। একের পর এক বড় লক্ষ্য অনায়াসে তাড়া করেন তিনি।

সোমবার রাতে তামিম ইকবালের লাইভে যোগ দিয়েছিলেন কোহলি। ভারতের অধিনায়কের কাছে তামিম প্রশ্ন করেন, রান তাড়া করার সময়য় মানসিক প্রক্রিয়া কেমন থাকে?

জবাবে কোহলি বলেন, ‘অনেক সময় মুশফিকের মতো অনেকে (উইকেট রক্ষক) আমাকে সাহায্য করেন।’

তিনি হাসতে হাসতে যোগ করেন, ‘স্ট্যাম্পের পেছন থেকে কিছু বললে আরও বেশি বেশি রান করার প্রেরণা পেয়ে যাই।’

কোহলি জানান, যখন ছোট ছিলেন তখন থেকেই ভারতের জার্সি পরার ইচ্ছা ছিল তার। দল যখন বড় রান তাড়া করে হারতো তখন ওই ম্যাচগুলো তাকে অনেক পীড়া দিত। অসম্ভব ইনিংসগুলোকে জেতানোর ইচ্ছা ছোট থেকেই এসেছে।

‘ছোট বেলা থেকেই আমি টিভির সামনে বসে ভাবতাম, প্রায় আমি ভাবতাম এটা সম্ভব ছিল। ঘুমানো সময় কল্পনা করতাম, ওই জায়গায় আমি থাকলে ম্যাচটা জিততে পারতাম।’

এখন মাঠে রান তাড়া করতে নামলে ছোট বেলার বিষয়গুলো সামনে চলে আসে বলে জানান বর্তমান বিশ্বের সবচেয়ে সফলতম এই ব্যাটসম্যান।

‘যখনই এমন পরিস্থিতিতে শিকার হই ভেতর থেকে আত্মবিশ্বাস চলে আসে। পুরানো আকাঙ্ক্ষা যেটা। আমার মনে হয় রান তাড়া করাটা জয়ের পথ আরও সহজ করে দেয়। আপনি জানেন কত রান করতে হবে। তার জন্য আপনাকে কি কি করতে হবে।’

বড় লক্ষ্যকে চাপ না জেতার সুযোগ হিসেবে দেখেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

‘পরিস্থিতি কেমনে সামাল দিবেন সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। সব সময় পরিস্থিতিকে চাপ নয়, জেতার সুযোগ হিসেবে নিই। আমি মনে করি এটাই সুযোগ যেখান থেকে দলকে জেতানো যাবে। আর নিজেও অপরাজিত হয়ে মাঠ থেকে ফিরব। এর থেকে ভালো আর কি হতে পারে যেখানে নিজের দলকে জেতানো হচ্ছে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যত টাকা বেতন পান আনুশকা-বিরাটের দেহরক্ষী
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh