• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘মার্টিনেজকে কল দিয়ে বার্সার যোগ দিতে বলেছেন মেসি’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০২০, ১৭:২৪
messi ,Lautaro Martinez, barcelona inter milan argentina
লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজ

লাউতারো মার্টিনেজকে নিজেদের করে নিতে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা, তা সবার জানা। যদিও আর্জেন্টাইন তারকার ইন্টার মিলান থেকে দলবদলে সবচেয়ে বড় বাধা করোনাভাইরাস। তবু দলটির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে আগামী মৌসুমে বার্নাব্যু শিবিরে মার্টিনেজকে খেলানোর জন্য ।

২২ বছর বয়সী মার্টিনেজ ২০১৮ সালে ইন্টারে যোগ দিয়ে স্বমহিমায় দ্যুতি ছড়াচ্ছেন। তার আগে খেলেছেন আর্জেন্টাইন দল রেসিংয়ের হয়ে।

এরই মধ্যে জাতীয় দলে লিওনেল মেসির সঙ্গে বেশ কয়েকটি ম্যাচে জুটিও গড়েছেন তিনি। এবার খবর এলো আলবিসেলেস্তে সতীর্থকে ফোন কল দিয়ে বার্সায় যোগ দিতে বলেছেন মেসি।

রেসিংয়ের তরুণ খেলোয়াড়দের উন্নতির জন্য আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন আদ্রিয়ান রুবেন ফার্নান্দেজ। যাদের হাত ধরেই উঠে আসেন মার্টিনেজ, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আদ্রিয়ান।

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তকে এই সংগঠক মেসি-মার্টিনেজের ফোনালাপের তথ্যটি দিয়েছেন।

‘মেসি তাকে ফোন দিয়েছেন। আমি নিশ্চিত খুব শিগগিরিই নিজের পাশে চাচ্ছেন তাকে।’

ইন্টারের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩১ ম্যাচ খেলে ১৬ গোলও করেছেন মার্টিনেজ।

আদ্রিয়ান রুবেন বলেন, ‘চুক্তি করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তারা। আমি জানি বার্সেলোনায় যোগ দেয়াটা ভালোই হবে তার জন্য। লুইস সুয়ারেজের জায়গাটা লাউতারোই নিতে সক্ষম। ধন্যবাদ বার্সাকে। এই চুক্তি তাকে একজন ভালো ফুটবলার ও মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।’

রেসিং ক্লাবের তরুণ ফুটবল উইংয়ের সাবেক প্রেসিডেন্ট জানান, রিয়াল মাদ্রিদে যাওয়ার সুযোগ ছিল মার্টিনেজের কাছে।

‘তিনি রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কারণ আমরা আলোচনা করেছিলাম, যাদের সঙ্গে রেসিংয়ের ভালো সম্পর্ক রয়েছে। আমরা তাকে বলেছিলাম আর্জেন্টিনায় থাকতে। রেসিংয়ের হয়ে অভিষেক করতে। আর আর্জেন্টাইন লিগে খেলাটা উপভোগ করতে। সৌভাগ্যক্রমে তিনি রাজি হন। মাত্র ১৮ বছর বয়সে ডিয়েগো মিলিতাওয়ের (আর্জেন্টনা ও ইন্টার তারকা) মতো কিংবদন্তির জায়গায় খেলতে নামেন।’

আদ্রিয়ান রুবেন মনে করেন, মেসির সঙ্গে নিয়মিত খেললে মার্টিনেজ সেরাদের সেরা হয়ে উঠবেন। সবচেয়ে বেশি লাভবান হবে আর্জেন্টিনা দল।

‘তাকে বিশ্বসেরা ফুটবলারের সঙ্গে খেলতে দিন। মেসির বয়স মাত্র ৩২। এখনও তিন-চারটা মৌসুম অনায়াসে খেলবেন। মেসির টিমমেট হতে পারলে বার্সেলোনার মাধ্যমে লাউতারো আরও দক্ষ হয়ে উঠবেন। যার ফল পাবে আর্জেন্টিনা জাতীয় দল।’

এদিকে গেল মাসে এক সাক্ষাতকারে লাউতারো মার্টিনেজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন লুইস সুয়ারেজ।

বার্সার উরুগুয়ান তারকা বলেন, ‘ইতালিতে যোগ দেয়ার পর দিনের পর দিন নিজের সেরাটা দিচ্ছেন লাউতারো। তার গতিবিধিই বলে দেয় নয় নম্বর জার্সির জন্য তিনিই সেরা। এটাই প্রমাণ করে কতটা উঁচু মাপের স্ট্রাইকার তিনি।’

এদিকে সম্প্রতি মার্কার সঙ্গে আলাপকালে মেসিও দলবদল নিয়ে মুখ খুলেছেন।

‘আমি আসলে জানি না বর্তমানে তাকে নিয়ে কোনও আলোচনা হচ্ছে কি না। আমার ধারণা নেই।’

মার্টিনেজ সম্পর্কে মেসি বলেন, ‘আমি আগেই বলে দিয়েছি, লাউতারো দুর্দান্ত ফরোয়ার্ড। তার বিশেষত্ব হচ্ছে তিনি পরিপূর্ণ ও শক্তিশালী। ভালো ড্রিবলিংও করতে পারেন তিনি। গোল করার ক্ষমতাও ভালো। বল দখলেও সেরা। যেহেতু এখনও কিছু নিশ্চিত নয় সেহেতু অপেক্ষা করতে হবে তিনিসহ অন্যদের জন্য, যাদের নাম যুক্ত হয়েছে এবারের দলবদলে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
X
Fresh