logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৯৫ জন, সুস্থ ৪৭০ জন, ৫০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৫১০টি: স্বাস্থ্য অধিদপ্তর

বুন্দেসলিগার করোনা জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৬ মে ২০২০, ২২:৪৪ | আপডেট : ১৭ মে ২০২০, ১০:৩৭
Don't win the Bundesliga
ছবি- সংগৃহীত
দীর্ঘ দুই মাস পর মাঠে ফিরেছে ফুটবল। বৈশ্বিক মহামারী রূপ নেয়া করোনাভাইরাসকে জয় করে মাঠে গড়িয়েছে জার্মান লিগ বুন্দেসলিগা। আজ প্রথম দিনে অনুষ্ঠিত হওয়া ৫টি ম্যাচের সবকটিই ম্যাচই হয়েছে দর্শক শূন্য গ্যালারিতে।

মাঠে দর্শকের অভাব থাকলেও টিভি পর্দায় চোখ ছিল সবার। দীর্ঘ ৬৫ দিন পর খেলা হলেও আন্তরিকতা আর উত্তেজনার কমতি দেখা যায়নি খেলোয়াড়দের মাঝে।

ম্যাচ পাঁচটি থাকলেও আকর্ষণের কেন্দ্র ছিল ডর্টমুন্ড বনাম শালকের ম্যাচকে ঘিরে। এই ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসায় হালান্ড, গেরেইরো, হ্যাজার্ডরা।

ম্যাচের প্রথমার্ধের ২৯তম মিনিটেই নরওয়ের এই তরুণ স্ট্রাইকার হালান্ডের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। মাঝ বিরতিতে যাবার খানিক আগে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ লেফট ব্যাক গেরেইরো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৩-০ তে এগিয়ে যায় ডর্টমুন্ড। তিন মিনিটের মাথায় বেলজিয়াম ফরোয়ার্ড হ্যাজার্ডের কাছ থেকে আসে গোল। এরপর ৬৩তম মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন গেরেইরো। বাকি সময়ে আর গোল না হলে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই জয়ে ২৬ ম্যাচ খেলে বুন্দেসলিগায় দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট বেড়ে হলো ৫৪।

বাকি চার ম্যাচে অগসবুর্গকে ২-১ গোলে হারিয়েছে ভলফসবুর্গ, হফেনহেইম ৩-০ গোলে হারিয়েছে হার্থা বার্লিন। লাইপজিগকে ও ফ্রেইবুর্গের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে আর ডুসেলডর্ফ ও পাডেরবর্নের ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

এমআর/

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৫১৪০ ১১৫৯০ ৭৪৬
বিশ্ব ৬৪৮৫৫৭১ ৩০১০৬৯৬ ৩৮২৪১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়