• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৫ লাখ টাকা থেকে শুরু মাশরাফির ব্রেসলেটের নিলাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০২০, ১৭:০১
The auction of Mashrafe's bracelet started from 5 lakhs
মাশরাফি বিন মুর্তজা

দীর্ঘ ১৮ বছরের জুটি মাশরাফি আর তার এই ব্রেসলেটের। ক্যারিয়ারের শুরুর কয়েক বছর লাল-সবুজ রঙের বাংলাদেশ লেখা রিস্টব্যান্ড লাগিয়ে খেলতে নামতেন।

এরপর সেটি বদলে রুপা দিয়ে তৈরি ব্রেসলেট নিয়ে খেলতে নেমেছেন। যাতে ইংরেজী অক্ষরে লেখা ছিল ‘মাশরাফি’। এরপর এটিই তার নিয়মিত সঙ্গী।

এই প্রিয় ব্রেসলেটটি নিলামে তুলতে যাচ্ছেন দেশের দুর্যোগ কালীন সময়ে। শুরুতে সাকিব আল হাসান তার বিশ্বকাপ মাতানো ব্যাট দিয়ে শুরু করেন নিলাম।

ব্যাপক সাড়া ফেলে সাকিবের ব্যাট বিক্রি হয় ২০ লাখ টাকায়। শ্রীলঙ্কায় মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলে ১৭ লাখ টাকায় কিনে নেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি।