• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপের সেই ড্রপ ক্যাচ নিয়ে যা বললেন তামিম-রোহিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০২০, ০০:৪৬
Tamim-Rohit facebook live
ছবি-সংগৃহীত

রোহিত শর্মা যোগ দিয়েছিলেন তামিম ইকবালের লাইভ আড্ডায়। বাংলাদেশ-ভারতের দুই তারকা মিলে আলোচনা করেছেন ক্রিকেট ও এর বাইরের অনেক কিছু নিয়ে। এর মধ্যে ছিল ২০১৯ বিশ্বকাপের দুই দেশের হাইভোল্টেজ ম্যাচ নিয়েও। যেখানে রোহিতের ক্যাচ মিস করেছিলেন তামিম। মুস্তাফিজুর রহমানের বলে স্কয়ার লেগে ব্যক্তিগত ৯ রানেই ফিরে যেতেন ভারতীয় ওপেনার। কিন্তু তামিমের ভুলে সেদিন থেমেছিলেন ১০৪ রান করে। শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাড়ায় ৩১৪ রান। বাংলাদেশ২৮৬ রান করতে পারে। ২৮ রানে জয় পেয়ে ম্যাচ সেরা হন রোহিত।

শুক্রবার ভার্চুয়াল আড্ডা চলকালে মজার ছলে তামিম বলেন, ‘আপনি আমাদের সঙ্গে ভালো করছেন না।’

রোহিতকে তিনি বলেন, ‘২০১৫ বিশ্বকাপে আমাদের বিপক্ষে শতক তুলেছিলেন। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও শতরানের ইনিংস খেলেন। ২০১৯ বিশ্বকাপে একই অবস্থা। তবে সেটা হয়েছিল আমার জন্যই। কারণ আমি আপনার ক্যাচ ধরতে পারিনি।’

ক্যাচ মিস করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কম সমালোচনা হয়নি তামিমকে নিয়ে। সেবিষয়টি তুলে ধরেন টাইগার তারকা।

‘আপনার ধারণা নেই, ওই ঘটনার পর কত ট্রল হতে হয়েছে আমাকে। এখনও আমাকে এটা নিয়ে কথা শুনতে হয়। যা ছিল দুঃস্বপ্নের মতো। অনেক সময় মানুষ বুঝতে চায় না এমন হতেই পারে।’

রোহিত বলেন, ‘হ্যাঁ আমি জানি বিষয়টা। মাঠে নেমে সবাই চায় ম্যাচ জিততে। দলের সবাই নিজের সেরাটা দিতে চায়। কেউই চায় না ক্যাচ ছেড়ে দিতে অথবা খারাপ খেলতে। সবাই জেতার জন্যই খেলে।’

টিম ইন্ডিয়ার সহকারী অধিনায়ক জানেন প্রতিবেশী দুই দেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা অনেক বেশি।

তিনি বলেন, ‘আমরা জানি, বাংলাদেশ-ভারতের মানুষ ক্রিকেট নিয়ে অনেক আবেগপ্রবণ। যখন ভুল করি, আমাদের নিয়েও সমালোচনা হয়। শুধু গণমাধ্যমই নয়, ভক্তরাও অনেক কিছু বলে।’

এসময় টাইগার সমর্থকদের প্রশংসা করেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

‘আমি বাংলাদেশে এসে দেখেছি। বাংলাদেশের সমর্থকরা সত্যিই অনেক আবেগী। সবাই মাঠে এসে খেলা দেখে।’

বিশ্বের যেকোনও দেশে ভারতের সমর্থকরা স্টেডিয়ামের গ্যালারিতে প্রভাব বিস্তার করলেও শুধু বাংলাদেশেই চিত্রটা থাকে ভিন্ন।

রোহিত বলেন, ‘অনেক দেশেই খেলেছি, অনেক মাঠেই খেলেছি যেখানে আমাদের সমর্থকের অভাব হয় না। গ্যালারি ভর্তি থাকে আমাদের সমর্থক। শুধু বাংলাদেশে খেলতে গিয়েই এমনটা দেখতে পাইনি।’

‘সব জায়গায় গ্যালারিতে আমাদের সমর্থকরা থাকলেও বাংলাদেশে আসলে হয়তো মাত্র এক-দুইশ’ সমর্থক পাই। যাতে আমরা মোটেও অভ্যস্ত নই।

এসময় তামিম বলেন, ‘এটা সত্য তারা সব সময়ই আমাদের অনেক সহায়তা করে।’

রোহিত বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের সালাম জানাই। আমরা বুঝতে পারি তারা তোমাদের কতটা উপভোগ করে। তাদের একটাই চাওয়া বাংলাদেশ জয় পাক।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিব-জ্যোতিরা
X
Fresh