logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মে ২০২০, ২৩:০১
আপডেট : ১৬ মে ২০২০, ১০:২১

শুধু বাংলাদেশেই আমাদের দর্শক থাকে না: রোহিত

We do not have visitors only in Bangladesh
ছবি- তামিম ইকবাল
ভারতের ক্রিকেট দল যেখানেই খেলতে যাক না কেন, সমর্থকের অভাব হয় না গ্যালারিতে। বেশিরভাগ জুড়েই ভর্তি থাকে ভারতীয় দর্শক। হোক সেটা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা।

তবে ভারতীয় ওপেনার রোহিত শর্মার আফসোস, একমাত্র বাংলাদেশেই এমনটা দেখেননি তিনি। এমনটাই বললেন তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায়।

‘অনেক দেশেই খেলেছি, অনেক মাঠেই খেলেছি যেখানে আমাদের সমর্থকের অভাব হয়নি। গ্যালারি ভর্তি থাকে আমাদের সমর্থকে। তবে শুধু বাংলাদেশে খেলতে গিয়েই এমনটা দেখতে পাইনি।’

এসময় তামিম ইকবাল বলেন, হ্যাঁ আসলেই আমাদের সমর্থকরা আমাদের অনেক সমর্থন করে। সব সময় আমাদের পেছনে থেকে উৎসাহ দেয়। আমাদের সমর্থকরা অনেক আবেগি।

বাংলাদেশ ভারতের দ্বৈরথ এখন পাক-ভারত দ্বৈরথকেও হারিয়ে দেয়। সেটা বিশ্বকাপের মঞ্চে হোক কিংবা যেকোনো ম্যাচেই হোক। শেষ কয়েকবারের দেখায় মাঠের লড়াইয়ের মতো মাঠের বাইরেও উত্তেজনায় মেতেছিল দুই দেশের সমর্থকরা।

এমআর/পি

RTVPLUS