• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মুশফিকের ব্যাট কিনে আফ্রিদির ভিডিও বার্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মে ২০২০, ২২:৪৭
shahid afridi mushfiqur rahim
ফাইল ছবি

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক হাঁকানো মুশফিকুর রহিমের ব্যাট ১৭ লাখ টাকায় কিনেছেন পাকিস্তানের তারকা শহীদ আফ্রিদি।

‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ পক্ষ থেকে নিলামে অংশ নিয়ে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক এই ব্যাট কিনে নেন তিনি।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে বাংলাদেশের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক হাঁকিয়েছিলেন মুশফিক। করোনা আক্রান্ত জনগোষ্ঠীর সাহায্যার্থে সেই ব্যাটটি নিলামে তুলছিলেন তিনি।

শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় পাকিস্তানের সাবেক অধিনায়ক মুশফিককে বলেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক। আপনি যে কাজ করছেন তা সত্যিই অসাধারণ। এমন কাজ সত্যিকারের হিরোরাই করতে পারে।’

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফ্রিদি।

‘আমরা সবাই কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। এমন সময় সবার সবাইকে প্রয়োজন। বাংলাদেশ আমাকে ভালোবাসা দিয়েছে, শ্রদ্ধা করেছে। আপনারা আমাকে এতটা আপন করেছেন তা সব সময় আমার মনে থাকবে।’

বুমবুম খ্যাত এই তারকা মুশফিকের ব্যাট নিজের করে নিয়ে বলেন, ‘আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে এই ক্রিকেট ব্যাট কিনে আপনার সফরের সঙ্গী হতে চাচ্ছি। পুরো পাকিস্তান ও ' শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের দোয়া আপনার সঙ্গে আছে। আল্লাহ চাইলে দ্রুত এই রোগ থেকে আমাদের রক্ষা করবে। সব ঠিক থাকলে আমাদের আবারও দেখা হবে ক্রিকেট ময়দানে। ধন্যবাদ।’

এর আগে মুশফিকুর রহিম নিজেই জানান আফ্রিদি তার ব্যাটটি কিনে নিয়েছেন।

বাংলাদেশের দলের অভিজ্ঞ এই সদস্য বলেন, ‘পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তার ফাউন্ডেশনের মাধ্যমে আমার ব্যাটটি কিনে নিয়েছে। ব্যাট নিলামের নিউজটি তার চোখে পড়ে এবং তিনি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেন গত ১৩ মে। পরে আমি তাকে নিলামের লিংক দেই তিনি সেভাবে এগোয়। আমাকে জানানো হয় তিনি ২০ হাজার মার্কিন ডলার দিয়ে ব্যাটটি কিনতে চান। এরপর পিকাবোর সাথে বাকি সব চূড়ান্ত করেন। তারা আরও বিস্তারিত বলতে পারবে।’

আনন্দ প্রকাশ করেন মুশফিক তবে ধিক্কার জানান যারা ফ্রড বিডিং করেছে।

‘আমি ধন্যবাদ জানাই আফ্রিদি ভাইকে। তবে যারা ফ্রড বিডিং করেছে তাদের ধিক্কার জানাই।’

এছাড়া মুশফিকের ব্যাটটি বিক্রির ক্ষেত্রে আফ্রিদির সঙ্গে যোগাযোগ করেন তামিম ইকবাল। মুশফিক ধন্যবাদ জানিয়েছেন তামিমকেও।
‘এ ক্ষেত্রে আমি আমার বন্ধু তামিমকেও ধন্যবাদ দিতে চাই। তার সাথে আফ্রিদির সম্পর্ক খুবই ভালো। ওরা একই দলে খেলেছে পিএসএলে, আমার সাথেও খেলেছে। সে বিপিএলেও খেলে, আমাদের সাথে সেভাবেই তার একতা ভালো সম্পর্ক।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি
সাকিব-মুশফিক-শান্তরা কে কোথায় ঈদ করছেন
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
X
Fresh