• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আত্মহত্যার কথাও ভেবেছিলেন আশরাফুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মে ২০২০, ১৬:১৯
Ashraful also thought of suicide
মোহাম্মদ আশরাফুল

স্বপ্ন যখন পেশায় রূপ নেয় তখন সেই কাজে প্রতি মানুষের ভালোবাসা স্বাভাবিকভাবেই বেশী থাকে। ঠিক তেমনই একজন মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার হয়েও ক্ষণিকেই বনে গিয়েছিলেন খলনায়ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল তার উপর।

ক্রিকেট থেকে দূরে থাকার সময়টা কেমন ছিল? ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে লাইভ আড্ডায় সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান জানিয়েছেন লজ্জায়, অনুতাপে আত্মহত্যার চিন্তা করেছিলেন তিনি।

‘নিষেধাজ্ঞার সময় আমি করোনাভাইরাসের সময়ের চেয়েও কঠিন সময় কাটিয়েছি। এমন চিন্তাও আমার মাথার মধ্যে এসেছিল যে আমি বেঁচে থাকবো কী না, সুইসাইড করবো কী না। আমি কিভাবে মানুষের কাছে মুখ দেখাব, আমার ফ্যামিলি কিভাবে মুখ দেখাবে, এগুলো নিয়ে অনেক হতাশ ছিলাম।’

নিষেধাজ্ঞার পরে ২০১৩ সালে হজ্বে গিয়েছিলেন আশরাফুল। হজ্ব থেকে ফিরেই মূলত চোখ খুলেছে তার, জানালেন আশরাফুল।

‘২০১৩ সালে আমি হজ্ব করতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরেই অনুধাবন করলাম এবং দুলাভাইসহ ক্রিকেট বোর্ডের অনেকেই আমাকে বলেছিল, তোমার একটা বাজে সময় যাচ্ছে। তুমি ধৈর্য ধরো, সময়ই তোমার সবকিছু পরিবর্তন করে দেবে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh